নিজেস্ব প্রতিনিধি: কালিয়াকৈর উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে গাজীপুরের কালিয়াকৈরে ভোট মঙ্গলবার (২১ মে) অনুষ্ঠিত হয়েছে। এদিন সকাল ৮ টায় ভোট গ্রহণ শুরু হয়ে বিকাল ৪:০০ টায় শেষ হয়।
গাজীপুর জেলার কালিয়াকুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ভাইস চেয়ারম্যান পদে মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনী ফলাফল (২১) মে মঙ্গলবার রাত ১১ টার সময় উপজেলা পরিষদে বেসরকারিভাবে
ঘোষণা করেন জেলা নির্বাচন কর্মকর্তা এ এইচ এম কামরুল হাসান এবং কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব কাউসার আহমেদ ও সহকারী রিটার্নিং অফিসার।
উপজেলা নির্বাচনে ১২৮ টি কেন্দ্রের ফলাফল নির্ভুলভাবে হিসাব করে এই ফলাফল ঘোষণা করেন। এ সময় বহু গণমাধ্যম কর্মীদের উপস্থিতি দেখা গেছে। বেসরকারি ঘোষিত ফলাফলে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান
পদে মোটরসাইকেল প্রতীকের প্রার্থী গাজীপুর জেলা যুবলীগের যুগ্ন আহ্বায়ক মোঃ সেলিম আহমেদ আজাদ মোট ৮৩ হাজার ৯৬১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মোহাম্মদ কামাল উদ্দিন শিকদার আনারস প্রতীকে পেয়েছেন ৬২ হাজার ৩০৪ ভোট। তাহলে আনারস প্রতীকের প্রার্থী মোঃ
কামাল উদ্দিন শিকদারের চেয়ে মোটরসাইকেলের প্রার্থী মোঃ সেলিম আহমেদ আজাদ ২১ হাজার ৬৫৭ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন। উপজেলা ভাইস চেয়ারম্যান পদে বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে ৪৯ হাজার
৪৬২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তালা প্রতীকের প্রার্থী মনোয়ার হোসেন শাহীন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বৈদ্যুতিক বাল্ব প্রতীকের প্রার্থী মোঃ রাজীব আহমেদ রাসেল পেয়েছেন ৪৫ হাজার ১৪৯ ভোট।
এদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে হাঁস প্রতীকের প্রার্থী মোসাঃ শরীফা আক্তার বিশাল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন । তার ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাচনী রিটার্নিং অফিসার জনাব মোঃ কাউসার
আহমেদ। মহিলা ভাইস চেয়ারম্যান পদে হাঁস প্রতীকের প্রার্থী বিজয়ী হয়েছেন সবচেয়ে বেশি ভোটের ব্যবধানে। তিনি হাঁস প্রতীকে ৬৮ হাজার ৪৫৫ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পেয়েছেন ২৩ হাজার ১১০ ভোট। মোসাঃ শরীফা আক্তার ৪৫ হাজারেরও বেশি ভোটের ব্যবধানে উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোসাঃ শরীফা আক্তার বিজয়ী হয়েছেন।
নির্বাচনী ফলাফল ঘোষণা করা শেষ করে , উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা নির্বাচনী রিটার্নিং কর্মকর্তা জনাব কাউসার আহমেদ বিজয়ীদের অভিনন্দন জানান এবং উপস্থিত সাংবাদিকদের পরপর দুইবার ধন্যবাদ জানান ।