সোমবার, নভেম্বর ২৫, ২০২৪
spot_img
HomeUncategorizedআরব আমিরাতে বাংলাদেশী তরুণ সমাজকর্মী সাইফুল ইসলামের মৃত্যু

আরব আমিরাতে বাংলাদেশী তরুণ সমাজকর্মী সাইফুল ইসলামের মৃত্যু

মোঃ জাহাঙ্গীর আলম নোয়াখালী প্রতিনিধি,সংযুক্ত আরব আমীরাতের শারজায় আল কাসিম হাসপাতালে গত ১২ মে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যাওয়া বাংলাদেশী সমাজকর্মী রেমিটেন্স যোদ্ধা সাইফুল ইসলামের

মরদেহ শনিবার সন্ধ্যা ৭টা ২০ মিনিটের সময় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছার কথা রয়েছে। এরপর আগামীকাল রোববার সকাল ৯টায় সেনবাগের অশ্বদিয়া পূর্বপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে

নামাজের জানাজা শেষে লাশ পিতা মাস্টার আবুল কাশেম ও চাচা আবুল কালামের কবরের পাশে সাইফুল ইসলালামকে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। এ সব তথ্য নিশ্চিত করেন ,মরহুমের চাচা ওবায়দুল হক ।

মরহুমের ছোটভাই শাহী সাফায়েতুল ইসলাম জানান, ইউএস বাংলা বিএসথ্রি ফোর ফোর এয়ারলাইনন্সের ফ্লাইট স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টায় দুবাই এয়ারপোর্ট থেকে সাইফুল ইসলামের মরদেহ বাহী ফ্লইটি যাত্রা করবে।

এরপর সন্ধ্যা ৭টা ২০মিনিটের সময় চট্টগ্রামের শাহ আমান বিমানন্দরে পৌছলে যাবতীয় প্রক্রিয়া শেষে রাতে মরদেহ বাড়ি আনা হয়। সাইফুল ইসলাম প্রবাসে থাকলেও তিনি নানান ভাবে বাংলাদেশের নিজ গ্রামের সামাজিক কর্মকান্ডের সাথে জড়িত ছিলেন।

তিনি অশ্বদিয়া সমাজকল্যাণ পরিষদের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামের কেবিনেট মেম্বার, এ পি এ ফ্রেন্ডস অ্যাসোসিয়েশনের ডিরেক্টর এবং মানবতার হাত ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন।

সাইফুল ইসলামের পিতা মরহুম মাস্টার আবুল কাশেম সোনাইমুড়ি উপজেলার নাটেশ্বর মোরশেদ আলম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। তিনিও সমাজসেবায় ব্যাপক অবদান রেখে গেছেন।

সাইফুলের বয়স হয়েছিল ৩৬ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই সন্তান, মা এবং চার ভাইবোন-সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। সাইফুলের মৃত্যুতে পরিবারসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।

spot_img
এই বিভাগের অনান্য সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

জনপ্রিয় সংবাদ