মঙ্গলবার, এপ্রিল ১, ২০২৫
spot_img
Homeআইন-অপরাধউলিপুরে গৃহবধুকে ধর্ষন, গ্রেপ্তার ১

উলিপুরে গৃহবধুকে ধর্ষন, গ্রেপ্তার ১

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে এক গৃহবধুকে দলবেঁধে ধর্ষনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় মামলা হলে পুলিশ অভিযান চালিয়ে বাবু মিয়া নামে একজনকে গ্রেপ্তার করেন। ঘটনাটি ঘটেছে, উপজেলার থেতরাই ইউনিয়নে। গ্রেপ্তারকৃত ব্যক্তিকে রোববার (২৬ মে) দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

জানা গেছে, উপজেলার থেতরাই ইউনিয়নের ওই গৃহবধু (২৭) শিশু সন্তান নিয়ে বাড়িতে একা থাকেন।তার স্বামীর কাজের সুবাদে ঢাকায় অবস্থান করেন। বাড়িতে শিশু সন্তানসহ গৃহবধু একা থাকার সুযোগে প্রতিবেশি বাবলু ওরফে বাবু মিয়া (২৬)সহ কয়েকজন বখাটে যুবক প্রায় সময় ওই গৃহবধুকে নানা ধরনের কু-প্রস্তাব দিত।

বখাটেদের কু-প্রস্তাবে রাজি না হওয়ায় তারা বিভিন্ন ভাবে ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছিল। ঘটনার দিন গত ১০ ফেব্রুয়ারী রাতে শিশু সন্তান ঘুমিয়ে পড়লে পানির পিপাষা মিটানোর জন্য ঘর থেকে বের হয়ে টিউবওয়েলে

পানি নিতে গেলে পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা কয়েকজন বখাটে যুবক গৃহবধুর মুখ চেপে ধরে একটি ফাঁকা ঘরে নিয়ে যায়। এ সময় তারা মুখ চেপে ধরে রেখে পালাক্রমে কয়েকজন বখাটে যুবক তাকে দলবেঁধে ধর্ষন করেন।

এরপর যুবকেরা যাওয়ার সময় বিষয়টি কাউকে না জানানোর জন্য হুমকি দিয়ে চলে যায়। এদিকে বখাটেদের ভয়ে ও তাদের প্রতিনিয়ত হুমকি ধামকির কারনে ওই গৃহবধু নিরুপায় হয়ে পড়েন। এরই এক পর্যায়ে গৃহবধু তার মা-মামি ও ঢাকায় থাকা স্বামীকে বিষয়টি অবগত করেন।

পরবর্তীতে গৃহবধু নিরাপত্তার ভয়ে ঢাকায় গিয়ে স্বামীর সঙ্গে কিছুদিন থেকে বাড়িতে ফিরে আসেন। এরপর ২৫ মে রাতে ওই গৃহবধু বাদী হয়ে প্রতিবেশি দেলদার হোসেনের ছেলে বাবলু ওরফে বাবু মিয়া (২৬)সহ ৪ জনকে আসামী করে থানায় মামলা করেন। এরপর থানা পুলিশ অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি বাবু মিয়াকে গ্রেপ্তার করেন।

উলিপুর থানার অফিসার ইনচার্জ গোলাম মর্তুজা জানান, গৃহবধুকে দলবেঁধে ধর্ষনের ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। গ্রেপ্তারকৃত আসামী বাবু মিয়া রোববার বিজ্ঞ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। ভিকটিমের ডাক্তারী পরীক্ষা সম্পূর্ণ করার জন্য কুড়িগ্রাম সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

spot_img
এই বিভাগের অনান্য সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

জনপ্রিয় সংবাদ