কুড়িগ্রামের উলিপুরে মাদক সেবনের দায়ে ৬জনকে আটক করেছে পুলিশ। জানা গেছে, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের ফকির মোহাম্মদ পানাতিপাড়া এলাকার মাদক ব্যবসায়ী শহিদুর
রহমানের বাড়িতে অভিযান চালিয়ে মাদক সেবনের সময় ৬ জনকে আটক করে। এসময় মাদকসেবীদের কাছ থেকে মাদক সেবনের বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করে পুলিশ। আটককৃতরা হলেন- কোবাদ আলী, কাশেম আলী,শাহীন
আলম, এরশাদ আলী ও জাহিদুল ইসলাম। রোববার(২৫ এপ্রিল) দুপুরে উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) ইমতিয়াজ কবির জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জেল হাজতে পাঠানো হয়েছে।