সোমবার, জুন ২৪, ২০২৪
spot_img
Homeআইন-অপরাধঝিনাইগাতী থানা পুলিশের অভিযানে ৫০০ বোতল ফেন্সিডিলসহ 2 জন গ্রেফতার

ঝিনাইগাতী থানা পুলিশের অভিযানে ৫০০ বোতল ফেন্সিডিলসহ 2 জন গ্রেফতার

মোহাম্মদ দুদু মল্লিক শেরপুর ব্যুরো। শেরপুরের ঝিনাইগাতীতে ৫০০ বোতল ফেন্সিডিলসহ মোর্শেদ খন্দকার ফকির ও আমীর হোসেন নামে দুইজনকে গ্রেফতার করেছে ঝিনাইগাতী থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হচ্ছে শ্রীবরদী উপজেলার গেরা মারা কাকিলাকুড়া গ্রামের আব্দুল্লাহ খন্দকারের পুত্র মোর্শেদ খন্দকার ফকির (৩৫) ও ঝিনাইগাতী উপজেলার রামেরকুড়া (স্টেডিয়াম এর পার্শ্বের) গ্রামের জয়নাল আবেদীন

মিস্ত্রীর পুত্র মোঃ আমীর হোসেন (৩০)।৬ জুন ২০২৪ সকাল সাড়ে ১০ টায় তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের কাছে থেকে ৫০০ বোতল ফেন্সিডিল উদ্ধার ও একটি অটো রিক্সা জব্দ করা হয়।উদ্ধারকৃত

ফেন্সিডিলের বর্তমান বাজার মূল্য আনুমানিক ৭ লক্ষ ৫০ হাজার টাকা। পুুলিশ সূত্রে জানা গেছে,গোপন সংবাদের ভিত্তিতি ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.বছির আহমেদ বদলের নির্দেশে এসআই তনু

নন্দন কুমার রুরামের নেতৃত্বে একদল পুলিশ সদস্যরা ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী গজনী ও বাকাকুড়া বাজারের মধ্যবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৫০০ বোতল ফেন্সিডিলসহ তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের সময় আরও ২/৩ আসামী পালিয়ে যায়। ধৃত আসামীদের জিজ্ঞাসাবাদে জানায় যে,পলাতক আসামীদের মধ্যে ১ জন তাদের পরিচিত। তাহার নাম- রেজুয়ান (২৮) পিতা- লোকমান হোসেন,শ্রীবরদী

উপজেলার সাতানী গ্রামের ৭ নং ওয়ার্ডে তার বাড়ি। অন্যান্য অজ্ঞাত পলাতক আসামীদের নাম ঠিকানা এখনো পাওয়া যায়নি। অন্যান্য আসামিদেরকে গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে।ঝিনাইগাতী থানার অফিসার

ইনচার্জ (ওসি) বছির আহমেদ বদল এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার দুপুরে গ্রেফতারকৃত ওই দুই আসামির বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের পর শেরপুর কোর্টে প্রেরণ করা হয়েছে।

spot_img
এই বিভাগের অনান্য সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

জনপ্রিয় সংবাদ