কলমাকান্দা নেত্রকোনা প্রতিনিধি: সরকারি আইন অমান্য করে কলমাকান্দা উপজেলার নাজিরপুর ইউনিয়নের কয়রা ও কান্দাপাড়া গ্ৰামের উব্দাখালি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছে দুর্বৃত্তরা। এতে হুমকির মুখে পড়েছে দুই গ্ৰামের অগণিত বসতবাড়ি ও আখক্ষেত।
সরেজমিনে দেখা যায়,সরকারি আইনের তোয়াক্কা না করে উব্দাখালি নদী থেকে অবৈধভাবে নৌকায় কান্দাপাড়া গ্ৰামের সাইফুল,কাদের ও সোলেমান ৬/৭টি ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করছে। উত্তোলন করা বালু নদীপথে কলমাকান্দা ও পার্শ্ববর্তী সুনামগঞ্জ জেলার মধ্যনগরসহ বিভিন্ন বাজারে বিক্রি করে অর্থ উপার্জন করছে। এলাকার মানুষ ও গণমাধ্যম কর্মীরা তথ্য জানতে চাইলে কিংবা ছবি ফুটেজ সংগ্রহ করতে চাইলে হুমকি প্রদর্শন করে বালু উত্তোলনকারীরা।
নাম প্রকাশে অনিচ্ছুক জনৈক ব্যবসায়ী জানান, বার বার নিষেধ করা সত্ত্বেও ওরা কোন পাত্তা না দিয়ে বালু উত্তোলন করে চলেছে। নদীর তীরে কয়রা গ্ৰামে বেশকিছু আখক্ষেত রয়েছে। নদীর তলদেশ থেকে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করার ফলে উঠতি আখসহ ক্ষেত নদীতে ভেঙ্গে পড়ার উপক্রম হয়েছে। কৃষকরা এজন্য দুশ্চিন্তায় আছেন।
কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান জানান, আমি ইতোমধ্যে উপজেলার কয়রা গ্ৰামে উব্দাখালি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের স্থান পরিদর্শন করে এসেছি। দুর্বৃত্তরা দিনের বেলায় নয় রাতের অন্ধকারে বালু উত্তোলন করে।আর কান্দাপাড়া গ্ৰামের নদী থেকে বালু উত্তোলনের বিষয়টি সম্পর্কে এখন শুনেছি।এ ব্যাপারে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
কলমাকান্দা উপজেলা চেয়ারম্যান বাবুল মিয়া জানান, আমি শারীরিকভাবে কিছুটা অসুস্থ। উব্দাখালি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন সম্পর্কে আমি সাংবাদিকদের সাথে একমত।আপনারা বলিষ্ঠ ভাবে রিপোর্ট তৈরি করুন। আমি ও নদী থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
দীর্ঘদিন ধরে কলমাকান্দা উপজেলার নাজিরপুর ইউনিয়নের কয়রা ও কান্দাপাড়া গ্ৰামের উব্দাখালি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন এটাই প্রত্যাশা এলাকাবাসীর।