বশির আলম,টঙ্গীতে সোশ্যাল মিডিয়ায় মিথ্যা, গুজব ও অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে টঙ্গী পশ্চিম থানা তাঁতীদলের আহ্বায়ক সোহেল সিদ্দিকী ও ৫৩নং ওয়ার্ড তাঁতীদলের আহ্বায়ক ছাদিকুল সরকার।
গতকাল মঙ্গলবার দুপুরে টঙ্গী রিপোর্টাস ক্লাব কার্যালয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে সোহেল সিদ্দিকী বলেন, একটি কুচক্রী মহল রুমের আসবাবপত্র ভাংচুরের ফেক ভিডিওর
সাথে সোহেল সিদ্দিকী ও সাদিকুল সরকারের ফেসবুক থেকে ছবি সংগ্রহ করে বাজে ভাবে এডিট করে সোসাল মিডিয়ায় প্রচার করছে। আমাদেরকে হয়রানি করতেই এই চক্রটি অপ্রপ্রচার চালাচ্ছে। এতে আমরা বিভিন্ন ভাবে
হয়রানির স্বীকার হচ্ছি। তাই আমরা এই মিথ্যা, গুজব ও অপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এ ঘটনায় সুষ্ঠু তদন্তের লক্ষ্যে আমরা টঙ্গী পশ্চিম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি। সংবাদ সম্মেলনে
উপস্থিত ছিলেন, গাজীপুর মহানগর তাঁতীদলের আহ্বায়ক তাজুল ইসলাম বেপারী, মো: আক্রাম হোসেন, মো: গিয়াস উদ্দিন, মো: বাসির, মো: বিজয়, মো: দিপুসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।