কুড়িগ্রাম প্রতিনিধিঃ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের দাবিতে কুড়িগ্রামের উলিপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি। বৃহস্পতিবার (১৫ আগস্ট) দুপুরে যুবদলের আয়োজনে বিএনপি কার্যালয় থেকে
একটি বিক্ষোভ মিছিল বের হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সভাপতি ও সাবেক চেয়ারম্যান হায়দার আলী মিয়া, সিনিয়র
সহ-সভাপতি আব্দুর রশিদ, উপজেলা যুবদলের আহবায়ক তৌফিকুর রহমান লাভলু, সদস্য সচিব সামিউল ইসলাম শামীম, পৌর যুবদলের আহবায়ক আলমগীর হোসেন, তৌফিকুল রহমান তৌফিক, উপজেলা
ছাত্রদলের আহবায়ক মাহমুদুল হাসান বিপুল, পৌর ছাত্রদলের সদস্য সচিব মাহবুবর রহমান সবুজ। এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক এস.এম হাবীব নয়ন, আতাউর রহমান সবুজ,
পৌর বিএনপির সভাপতি নুর মোহাম্মদ, যুবদল নেতা সাইদুর রহমান টিপু, আবুল হাসনাত রাজীবসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। সমাবেশে বক্তারা বলেন- শেখ হাসিনার নিদের্শে বিএনপির নেতাকর্মীদের ওপর
অত্যাচার নির্যাতন চালিয়ে গুম খুন করা হয়েছে। এমনকি শেখ হাসিনার প্রত্যক্ষ মদদে ছাত্রজনতার আন্দোলনে গুলি চালিয়ে তাদের নির্মম ভাবে হত্যা করা হয়েছে। এ সময় তারা সকল হত্যাকান্ডের তদন্ত করে শেখ হাসিনার বিচারের দাবি জানান।