শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪
spot_img
Homeআইন-অপরাধশেরপুরে তুচ্ছ ঘটনায় সংঘর্ষে নিহত ২ জন অনেকেই! ‌

শেরপুরে তুচ্ছ ঘটনায় সংঘর্ষে নিহত ২ জন অনেকেই! ‌

মোহাম্মদ দুদু মল্লিক শেরপুর। শেরপুর শহরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মাইকে ঘোষণা দিয়ে দুই মহল্লাবাসীর মধ্যে সংঘর্ষে ২ জন নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছে। নিহতরা হলেন মিজানুর রহমান (৩৫) ও আরিফুল ইসলাম শ্রাবণ (৩২)। গতরাতে (৯ সেপ্টেম্বর সোমবার) রাত এগারোটার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত মিজান গৌরীপুর মহল্লার বাসিন্দা হাফেজ আজাহার আলীর ছেলে। অপর নিহত শ্রাবন একই মহল্লার মো. দেলোয়ার হোসেন মিন্টু মিয়ার ছেলে।স্থানীয় প্রত্যক্ষদর্শি ও পুলিশ সূত্রে জানা যায়, দুই দল কিশোরদের মধ্যে কথা কাটাকাটিকে কেন্দ্র করে খোয়ারপাড় ও গৌরিপুর এলাকার লোকজনের মধ্যে বিরোধের সৃষ্টি হয়।

এ নিয়ে গত তিনদিন ধরে দুই এলাকার লোকজনের মধ্যে উত্তেজনা চলে আসছিল। এর জের ধরে ৯ সেপ্টেম্বর রাতে উভয় পক্ষ মাইকে ঘোষণা দিয়ে খোয়ারপাড় মোড়ে অবস্থান নেয়। এক পর্যায়ে তারা সংঘর্ষে জড়ায় এবং এসময় দোকানপাট ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে।এসময় নিহত হয় গৌরিপুর মহল্লার মিজানুর রহমান।

অপরজন আহত শ্রাবন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল ৯দিকে মারা যান। এতে আরও আহত অন্তত ১০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে পুলিশ এবং সেনাবাহিনী টহল জোরদার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

তবে এলাকায় এখনও থমথমে পরিস্থিতি বিরাজ করছে হতে পারে আবারও দুর্ঘটনা এ নিয়ে আমাদের টহল ও জনসার্থে পুলিশ মোতায়েন করা হয়েছে।বিষয়টি নিশ্চিত করেন শেরপুর সদর থানার অফিসার্স ইনচার্জ জাহাঙ্গীর আলম।

spot_img
এই বিভাগের অনান্য সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

জনপ্রিয় সংবাদ