শুক্রবার, সেপ্টেম্বর ২০, ২০২৪
spot_img
Homeফিচারপ্রশান্তির খোঁজে আটলান্টিকে ভিড় করছে মানুষ

প্রশান্তির খোঁজে আটলান্টিকে ভিড় করছে মানুষ

প্রকৃতির সৌন্দর্য আর কিছুতে কি আছে! আর তা যদি হয় আটলান্টিকের তীরের পড়ন্ত বিকেল। তাহলে একটু হলেও বাড়তি প্রশান্তিতে ভরে যায় মন। করোনার ঊর্ধ্বমুখীর মধ্যেও সল্টহিলের আটলান্টিকের তীরে একটু প্রশান্তির খোঁজে ভিড় করছেন নানা বয়সী মানুষ।

আয়ারল্যান্ডে স্বচ্ছ আকাশের উঁকি দেওয়া, খুব কমই দেখা যায়, মাঝে মাঝে আকাশ যখন তার উদারতা দেখায় তখন কোনো বাধাই যেন আর মানে না অবুঝ মন। সমুদ্র, আকাশ আর পড়ন্ত বিকেলের সূর্যের অপরূপ মাখামাখিতে আটলান্টিকের তীর যেন এক গোধূলি ভালোবাসায় একাকার।

শেষ বিকেলের শেষ আলোয় শিশুদের আনমনে খেলা দেখে প্রকৃতিও যেন হেসে উঠেছে-শিশুসুলভ ভালোবাসায়। করোনার এ মহামারিতে প্রকৃতির এ সৌন্দর্য উপভোগে মানসিক স্বাস্থ্যরও যথেষ্ট উন্নতি হবে বলেও মনে করেন কেউ কেউ।

এদিকে সংক্রমণ আশঙ্কাজনক হারে বাড়তে থাকায় আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী মিহল মার্টিন।

করোনার থাবায় পুরো পৃথিবীই এখন কুপোকাত, বাদ যায়নি আয়ারল্যান্ডও। প্রতিদিনই হাজার হাজার আক্রান্তে অতীতের রেকর্ড যাচ্ছে সবই ভেঙে। এর মাঝে প্রকৃতির এই অপার সৌন্দর্য উপভোগে একটু হলেও ভুলে থাকবেন করোনার হিংস্রতা এখানকার মানুষ।

spot_img
এই বিভাগের অনান্য সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

জনপ্রিয় সংবাদ