মো:রিপন মিয়া নীজেস্ব প্রতিনিধি ক্রাইম অনুসন্ধান. নেত্রকোনার কলমাকান্দায় অবৈধ পথে আনা ২২১ পিচ ভারতীয় কম্বল জব্দসহ একজনকে আটক করেছে থানা পুলিশ।
জানা গেছে, আজ মঙ্গলবার (০৭ জানুয়ারি) এশার নামাজের গোপন সংবাদের ভিত্তিতে কলমাকান্দা উপজেলার খারনৈ ইউনিয়নের রুদ্রনগর নামক এলাকায় রাস্তা সংলগ্ন একটি বাড়িতে অভিযান পরিচালনা করা হয়।
উক্ত বাড়ি তল্লাশী করে অবৈধ ভারতীয় ২২১ টি ভারতীয় কম্বল উদ্ধার করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারি চক্রের সদস্যরা দ্রুত দৌড়ে পালিয়ে যায় । তবে একজনকে আটক করতে সক্ষম হয়।
এ প্রতিবেদকে কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ফিরোজ হোসেন সত্যতা নিশ্চিত করে বলেন, পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন ।