শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪
spot_img
Homeআইন-অপরাধকুড়িগ্রামের রৌমারী সীমান্তে বিএসএফ'র হাতে এক বাংলাদেশি আটক

কুড়িগ্রামের রৌমারী সীমান্তে বিএসএফ’র হাতে এক বাংলাদেশি আটক

কুড়িগ্রামের রৌমারী সীমান্ত রাশেদুল ইসলাম (২৬) নামে এক বাংলাদেশিকে আটক করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী(বিএসএফ) সদস্যরা।

শুক্রবার ৩০ এপ্রিল সন্ধ্যা ৭ ঘটিকায় দাঁতভাঙ্গা ইউনিয়নের ছাটকড়াইবাড়ী সীমান্ত আন্তর্জাতিক মেইন পিলার ১০৫৬ এর নিকট এই ঘটনা ঘটে। আটক রাজমিস্ত্রি রাশেদুল ইসলাম ছাটকড়াইবাড়ী গ্রামের আবুল হােসেনের পুত্র।

সরকারি এবং বিভিন্ন সোর্স সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে রাশেদুল ইসলামসহ বেশ কয়েকজন বাংলাদেশি অবৈধ পথে ইয়াবা আনতে সীমান্তের কাটাতারের অভ্যন্তরে যায়। সন্ধ্যার পরে ইয়াবা নিয়ে বাংলাদেশে প্রবেশের সময় ভারতের গুটালু-৬ বিএসএফ ক্যাম্পের সদস্যরা ধাওয়া করে রাশেদুলকে আটক করে।

এসময় অন্য সহযোগীরা পালিয়ে যেতে সক্ষম হয়। স্থানীয় ইউপি সদস্য মিজানুর রহমান বলেন, আটকের বিষয়টি আমিও শুনেছি। তবে কি কারণে আটক করেছে তা জানা নেই।

এ ব্যাপার ৩৫ বিজিবি দাঁতভাঙ্গা ক্যাম্পের নায়েব সুবেদার মিজানুর রহমান আটকের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,আরকির মাধ্যমে গরু ও মাদক আনার সময় বিএসএফ এক বাংলাদেশিকে আটক করেছে বলে বিএসএফ জানিয়েছে। তবে করােনার কারণে বিএসএফ পতাকা বৈঠক করেননি।

spot_img
এই বিভাগের অনান্য সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

জনপ্রিয় সংবাদ