শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪
spot_img
Homeজাতীয়স্বাস্থ্যবিধি মেনে দূরপাল্লার বাস চালুর দাবি ঢাকা জেলা বাস-মিনিবাস পরিবহন শ্রমিক ইউনিয়ন

স্বাস্থ্যবিধি মেনে দূরপাল্লার বাস চালুর দাবি ঢাকা জেলা বাস-মিনিবাস পরিবহন শ্রমিক ইউনিয়ন

মঙ্গলবার দুপুরে ঢাকা জেলা প্রশাসকের মাধ্যমে তিন দফা দাবি করে স্মারকলিপি দেন সংগঠনটির নেতারা। এতে উল্লেখ করা হয়, দেশের সড়ক পরিবহন একটি গুরুত্বপূর্ণ খাত।

দেশে প্রায় ৭৫ শতাংশ যাত্রী ও ৬৫ শতাংশ পণ্য সড়কপথে বাস ও ট্রাকে পরিবহন করা হয়। জাতীয় অর্থনীতিকে গতিশীল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পরিবহন খাত।

রক্ত প্রবাহ বন্ধ হয়ে গেলে শরীর যেমন অচল হয়ে যায়, একইভাবে পরিবহন খাত বন্ধ হলে দেশ অচল হয়ে যায়।[৩] এতে বলা হয়, সড়ক পরিবহন খাতে ৫০ লাখ শ্রমিক কাজ করেন।

করোনাকালে যেহেতু পরিবহন শ্রমিকদের গণমানুষের সংস্পর্শে থাকতে হয়, তাই শ্রমিকরা সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকেন। ঝুঁকিতে থাকেন যাত্রীও। করোনার সংক্রমণরোধে লকডাউন ঘোষণা করেছে সরকার।

সেই বিবেচনায় সরকারের গণপরিবহন বন্ধ করা যুক্তিসঙ্গত। তবে শ্রমিকদের জীবিকার নিশ্চয়তার বিষয়টিও ভাবা দরকার।

spot_img
এই বিভাগের অনান্য সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

জনপ্রিয় সংবাদ