বিশেষজ্ঞরা বলছেন, দেশের সীমান্ত জেলাগুলোতে নতুন করে প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ অস্বাভাবিক হারে বাড়ছে। সারাদেশে করোনার সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও ভারতের সঙ্গে সীমান্ত এলাকাগুলোতে গত কয়েকদিন ধরে আক্রান্তের হার হু-হু করে বাড়ছে।
এ পরিস্থিতিতে সীমান্ত জেলাগুলোতে জোরালো সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণের জন্য স্বাস্থ্য বিভাগ কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা।
স্থানীয় স্বাস্থ্য প্রশাসন কর্তৃপক্ষের ধারণা, করোনার ভারতীয় নতুন ধরনের কারণে সীমান্ত এলাকাগুলোতে সংক্রমণ বাড়ছে। সীমান্ত জেলাগুলোর মধ্যে সবচেয়ে বেশি সংক্রমিত চাঁপাইনবাবগঞ্জে সাত দিনের সর্বাত্মক লকডাউন ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। আজ মঙ্গলবার থেকে আগামী ৩০ মে পর্যন্ত এ লকডাউন চলবে।
তবে জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের অভিমত, একটি কিংবা দুটি জেলা নয়, সংক্রমণ বৃদ্ধি পাওয়া সব সীমান্ত জেলায় কঠোর বিধিনিষেধ আরোপ করতে হবে। ওই জেলার মানুষ যাতে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে না পারে তা জোরালোভাবে তদারকি করতে হবে।
যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি সামাজিক দূরত্ব নিশ্চিত করতে হবে। অন্যথায় পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করতে পারে।