উল থেকে অ্যালার্জির উপসর্গ ও লক্ষণ
১. চুলকানি, ফুলে যাওয়া এবং চোখ লাল হয়ে যাওয়া।
২. ফুসকুড়ি এবং আমবাত।
৩. নিঃশ্বাসের সমস্যা, যেমন নাক বন্ধ হয়ে যাওয়া, নাক চুলকানো এবং অস্বস্তি,শ্বাসের সমস্যা, হাঁচি এবং নাক দিয়ে পানি পড়া।
কী করে রেহাই পাবেন?
১. এমন পোশাক পড়ুন যা উলকে ত্বকে লাগতে দেবে না।
২. উলের কাপড়ের তলায় কাপড় পড়া সত্ত্বেও আপনার যদি অ্যালার্জি হয়, তাহলে প্যাচ টেস্ট করার জন্য ডাক্তারের কাছে যান।
৩. কটন বা সুতির আবরণ দেওয়া মোটা জামা পড়ুন। আপনার সব শীতবস্ত্র যাতে সুতির আবরণ দেওয়া থাকে সেটা সুনিশ্চিত করুন, ফলে উপাদানের সঙ্গে ত্বকের সরাসরি সংস্পর্শ এড়ানো সম্ভব।
৪.কর্ডের পোশাক পড়ুন। কর্ড শীতকালের জন্য দারুণ ফ্যাব্রিক। কর্ডের জ্যাকেট, ট্রাউজার এমনকি শার্টও ব্যবহার করতে পারেন। এটা আপনাকে গরম রাখতে সাহায্য করবে।