বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
spot_img
Homeসারাদেশরংপুরকুড়িগ্রামের ফুলবাড়িতে সীমান্ত ঘেঁষা করােনা আক্রান্ত এক বাসিদার মৃত্যু

কুড়িগ্রামের ফুলবাড়িতে সীমান্ত ঘেঁষা করােনা আক্রান্ত এক বাসিদার মৃত্যু

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার সীমান্ত  ঘেঁষা এক বাংলাদেশি নাগরিক করােনা আক্রান্ত হয় মৃত্যু বরণ করেছে।

তিনি উপজেলার সদর ইউনিয়নের নাখারজান এলাকার আন্তর্জাতিক মেইন পিলার-৯৪১এর পাশ থেকে প্রায় ১শ গজ বাংলাদেশের অভ্যন্তরে আলী মুদ্দিনের ছেলে আবেদ আলী (৫২)।

সীমান্তবাসী নিহতের ছেলে মমিন বলেন,আমার বাবা গত ৫ জুন গুরুতর অসুস্থ হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল করােনা ইউনিটে ভর্তি করা হয়।

সেখানে ১৩দিন করােনা আইসোলেশনে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে গতকাল বুধবার সকালে সাড়ে ৭টার দিকে তার মৃত্যু নিশ্চিত করেন রংপুর করােনা ইউনিটের কর্তব্যরত চিকিৎসক।

সীমান্তবাসীরা জানান, করােনা আক্রান্ত আবেদ আলীর বাড়ী নাখারজান সীমান্তের ৯৪১ নম্বর পিলার হতে ১শ গজ বাংলাদেশের ভিতরে।

নিহত আবেদ আলীর তার শ্বশুরবাড়ী ৯৪১নম্বর পিলার থেকে ১শ গজ ভারতের ভিতরে নােম্যান্স ল্যান্ড ভারতের সাহেবগঞ্জ থানার সেউটি-২ গ্রাম। শ্বশুর বাড়ীর লােকজন সব সময় আবেদ আলীর বাড়ীতে যাতায়াত করে।

এ অবস্থায় ভারতীয়দের আসা-যাওয়া ঠেকাতে সীমান্ত এলাকায় প্রশাসনের নজরদারীর বৃদ্ধির দাবী জানান সীমান্তবাসীরা। ফুলবাড়ী হাসপাতাল সুত্রে জানাগেছে ,গত দুই সপ্তাহে ফুলবাড়ী উপজেলায় এক শিশুসহ করােনা আক্রান্ত হয়েছে ১১জন। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুমন দাস করোনা আক্রান্ত আবেদ আলীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

spot_img
এই বিভাগের অনান্য সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

জনপ্রিয় সংবাদ