নোয়াখালীর সুবর্ণচর উপজেলার সেন্টার বাজার সংলগ্ন আশ্রয়ণ কেন্দ্রের বসত ঘরের সামনে গাঁজা চাষ করার অভিযোগে শেখ ফরিদ প্রকাশ বিষু (৩৫)নামের এক যুবককে বৃহস্পতিবার (১৭ জুন) দুপুর পৌনে ২টার দিকে গ্রেফতার করেছে চরজব্বর থানা পুলিশ।
এ সময় তার নিকট থেকে চাষ কলা ৪টি তাজা গাঁজা গাছ উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত, শেখ ফরিদ প্রকাশ বিষুর বাড়ি উপজেলার ২নং চরবাটা ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের পশ্চিম চরবাটা গ্রামে। সে ওই গ্রামের সেন্টার বাজার সংলগ্ন আশ্রয়ণ কেন্দ্রের আবদুল মালেকের ছেলে।
স্থানীয়রা জানায়, সে আশ্রয়ণ কেন্দ্রের বসত ঘরের সামেন গাঁজা চাষ করে আসছে। চাষকৃত গাঁজা এলাকায় ক্রয়-বিক্রয় করে যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছিল সে। পরে গোপন স্থানীয়দের সংবাদের ভিত্তিতে চরজব্বার থানার পুলিশ অভিযান চালিয়ে ৪টি গাঁজা গাছসহ গাঁজাচাষী বিষুকে গ্রেফতার করেন।
চরজব্বার থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ জিয়াউল হক জিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতাকৃত আসামিকে শুক্রবার সকালে নোয়খাালী বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।