কুড়িগ্রাম সদর নদীর ভাঙন গৃহহীন ২৩টি পরিবারর মাঝে প্রধানমন্তীর সহায়তা হিসাবে ঢিউটিন ও অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। ধরলার ভাঙন ক্ষতিগ্রস্ত সদর উপজেলার সারডােব গ্রামের এসব পরিবারের প্রতিটিকে এক বান্ডিল
ঢেউটিন ও তিন হাজার টাকার চেক প্রদান করা হয়। বৃহষ্পতিবার সকালে টিন ও চেক বিতরণকালে উপস্তিত ছিলেন কুড়িগ্রাম সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমান উদ্দিন আহমেদ মঞ্জু, সদর উপজেলা নিবার্হী অফিসার
নিলুফা ইয়াছমিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফিজানুর রহমান, লেখক ও সাংবাদিক আব্দুল খালেক ফারুক প্রমুখ।
উল্লেখ্য চলতি বর্ষার মৌসুমে বিভিন নদ-নদীর ভাঙনে কুড়িগ্রাম সদর উপজলায় ২ শতাধিক পরিবার গৃহহীন হয়েছে। পযার্য়ক্রমে তাদরকে প্রধানমন্ত্রীর সহায়তা হিসাবে গৃহনিমার্ণ সামগ্রী প্রদান করা হবে।