নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে মালবাহী কার্গোর ধাক্কায় শতাধিক যাত্রী নিয়ে একটি লঞ্চ ডুবির ঘটনায় প্রায় ১৪ ঘণ্টাপর আজ সোমবার (৫ এপ্রিল) সকাল বেলা ১২ টা ৩৫ মিনিটের দিকে ডুবে যাওয়া লঞ্চটি তীরে আনার কাজ চালায়। এখন পর্যন্ত নারীসহ ২৬ যাত্রীর মরদেহ উদ্দার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এদিকে প্রশাসন সূত্রে জানা গেছে, এখনও নিখোঁজ রয়েছে অনেকেই। যদিও উদ্ধার কাজ সমাপ্ত ঘোষনা করেছে কর্তৃপক্ষ। এর আগে প্রথম দফায় ৫ জনের মরদেহ উদ্ধার করা হয়। পরে আরও ২১ জনের। এনিয়ে মোট মৃতে সংখ্যা দাঁড়ালো ২৬ জনে।
দুপুর ১ টার একটু পরে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করা হয়।
জানা গেছে, দুর্ঘটনার পর সাঁতরে ২৬ জন যাত্রী তীরে উঠেছেন। ঘটনাস্থলে নিখোঁজ যাত্রীদের উদ্ধারে কাজ করছেন বিআইডব্লিউটিএ, কোস্টগার্ড, দমকল বাহিনী, নৌ ও থানা পুলিশের উদ্ধারকর্মীরা। এ ঘটনায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও বিআইডব্লিউটিএ দুটি পৃথক তদন্ত কমিটি গঠন করেছে।
স্বজনহারাদের আর্তনাদে ভারী হয়ে ওঠেছে শীতলক্ষ্যার তীর। নিখোঁজদের সন্ধানে এদিক-ওদিক ছোটাছুটি শুরু করেছেন স্বজনরা। লঞ্চটি তোলার পর নিখোঁজদের সন্ধানে ভিড় করছেন স্বজনরা।