বুধবার, মে ১, ২০২৪
spot_img
HomeUncategorizedঝিনাইগাতীতে অসহায় বৃদ্ধাকে গাড়িতে তুলে নিয়ে খাদ্যসামগ্রী কিনে দিলেন ইউএনও।

ঝিনাইগাতীতে অসহায় বৃদ্ধাকে গাড়িতে তুলে নিয়ে খাদ্যসামগ্রী কিনে দিলেন ইউএনও।

মোহাম্মদ দুদু মল্লিক শেরপুর প্রতিনিধি: সমলা বেগম, স্বামীহারা ৮০ বছরের বেশি বয়সী এ নারীকে তার সন্তানরা নিজেদের কাছ থেকে আলাদা করে দিয়েছেন। উপায়হীন এ নারীর দিন কাটে অনাহারে-অর্ধাহারে।

অতীতে মানুষের বাড়ীতে আর ধান ভাঙার কাজ করে কোনো রকমে চলতেন এ নারী, কিন্তু বয়সের ভারে তাও এখন করতে পারেন না সমলা বেগম।

৭ আগস্ট শনিবার দুপুরে শেরপুর-ঝিনাইগাতী সড়কের খৈলকুড়া নামক স্থানে সড়কের পাশে বসে কাঁদছিলেন বৃদ্ধা সমলা বেগম। এ সময় তাকে দেখতে পান ঝিনাইগাতী উপজেলার নির্বাহী অফিসার ফারুক আল মাসুদ।

সমলা বেগমের অর্তনাদ শুনে তৎক্ষনাত ইউএনও ঝিনাইগাতী বাজারে এসে গাড়ীর ড্রাইভারের মাধ্যমে সমলা বেগমকে ১০ কেজি চাল, এক কেজি ডাল, এক কেজি পেঁয়াজ, দুই কেজি আলু, ১ লিটার তেল, এক কেজি লবণ ও একটি সাবান কিনে দেন।

এ ব্যাপারে জানতে চাইলে ইউএনও ফারুক আল মাসুদ জানান, উপজেলার হাতীবান্দা ইউনিয়নে করোনা টিকাদান কেন্দ্র পরিদর্শন করে ফেরার সময় তিনি সমলাকে দেখতে পান। পরে তার কথা শুনে খাদ্যসামগ্রী কিনে দেন তিনি।

spot_img
এই বিভাগের অনান্য সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

জনপ্রিয় সংবাদ