নারায়ণগঞ্জের রূপগঞ্জে করোনা ভাইরাস মোকাবেলায় ঘোষিত লকডাউন অমান্য করে গাউছিয়া মার্কেটের দোকান খুলেছে বলে ভ্রাম্যমান আদালতের জরিমানা। সোমবার (৫ এপ্রিল) বিকাল ৫টার দিকে উপজেলার গাউছিয়া মার্কেটে এ অভিযান পরিচালনা করা হয়।
এসময় গাউছিয়া মার্কেটের কয়েকটি দোকানকে জরিমানা করা হয়। উক্ত অভিযান পরিচালনা করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ্ নুসরাত জাহান।
এ অভিযানে আরো উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) আফিফা খাঁন ও ভূলতা পুলিশ ফাঁড়ির সদস্যরা। অভিযান পরিচালনা শেষে মার্কেট কমিটির উদ্দেশ্যে রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ্ নুসরাত জাহান বলেন, মহামারি করোনা ভাইরাসের ২য় ঢেউ মোকাবেলার লক্ষে লকডাউন মানতে হবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। বাধ্যতামূলক মাস্ক ব্যবহার করতে হবে। লকডাউনে ঘর থেকে বের হওয়া যাবে না।