শনিবার, নভেম্বর ২৩, ২০২৪
spot_img
Homeআইন-অপরাধনেত্রকোনা দূর্গাপুর সিমান্তে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ী আটক

নেত্রকোনা দূর্গাপুর সিমান্তে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ী আটক

এম এ হাসান দূর্গাপুর, বর্ডার গার্ড বাংলাদেশ নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) দুর্গাপুর উপজেলার ভারতীয় সীমান্তবর্তী ভরতপুর ও উত্তর বারমারী এলাকায় মধ্যবর্তী স্থানে অভিযান চালিয়ে ২৫ লক্ষ ১১ হাজার টাকা মূল্যের চোরাচালানকৃত বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি আটক করেছে।

আজ বুধবার দুপুর দেড়টার দিকে নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধিনায়ক লে কর্নেল এ এস এম জাকারিয়া গণমাধ্যম কর্মীদের কাছে প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানান, দুর্গাপুর উপজেলার দুর্গাপুর সদর ইউনিয়নের ভরতপুর

বিওপি’র নায়েব সুবেদার মো. ফরিদুল ইসলামের নেতৃত্বে ভরতপুর ও বারমারী বিওপি’র সমন্বয়ে ১৩ সদস্যের একটি টিম গতকাল মঙ্গলবার দিবাগত রাত পৌনে ২টার দিকে ভরতপুর ও বারমারী সীমান্ত এলাকায় টহল দিচ্ছিল।

এ সময় নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবি’র টহল দলটি ভরতপুর ও বারমারী এলাকার মধ্যবর্তী স্থানে অভিযান চালিয়ে চোরাচালানকৃত বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি আটক করা হয়।

বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা দৌঁড়ে সীমান্ত এলাকায় পালিয়ে যায়। আটককৃত শাড়ির সিজার মূল্য ২৫ লক্ষ ১১ হাজার টাকা। আটককৃত এ সকল মালামাল বুধবার দুপুরে নেত্রকোনা কাস্টমস্ অফিসে জমা দেয়া হয়েছে।

spot_img
এই বিভাগের অনান্য সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

জনপ্রিয় সংবাদ