কুড়িগ্রামের উলিপুরে করোনায় বিপর্যস্ত ৪০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও স্বাস্থ্য সুরক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। জাকাত ফাউন্ডেশন অব আমেরিকা,
বাংলাদেশ কান্ট্রি’র উদ্যোগে মঙ্গলবার সকালে উপজেলার ধামশ্রেণী ইউনিয়নের বিষ্ণুবল্লভ এলাকায় প্যাকেজ সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুর রহমান (অতিরিক্ত দাঃ উলিপুর), চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ আনোয়ারুল ইসলাম, ধামশ্রেণী ইউপি চেয়ারম্যান রাখিবুল হাসান সরদার,
জাকাত ফাউন্ডেশন প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ মাসুদ, মেধাবিকাশ কারিগরি স্কুলের সুপারিনটেনডেন্ট (ভারপ্রাপ্ত) ফারুক হাবিবুল্লাহ্ প্রমূখ উপস্থিত ছিলেন।
প্যাকেজ সামগ্রীতে ১০ কেজি চাল, ২ কেজি ডাল, ১ কেজি চিনি, ২ লিটার ভোজ্য তেল, কাপড় ধোয়ার সাবান ৫টি ও ১ বক্স সার্জিক্যাল মাস্ক বিতরণ করা হয়।