মোহাম্মদ দুদু মল্লিক,শেরপুরের ঝিনাইগাতীতে মো. জুয়েল মিয়া (৩০)নামে এক পলিথিন ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা সহ ৮ শত কেজি পলিথিন জব্দ করেছে ভ্রাম্যমান আদালত।
জুয়েল মিয়া উপজেলার কাংশা ইউনিয়নের বিষ্ণপুর গ্রামের হৈবর আলীর ছেলে। ৩০ সেপ্টেম্বর বৃহস্প্রতিবার ঝিনাইগাতী উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জয়নাল আবেদীন বিষ্ণপুর বাজারে ভ্রাম্যমান
আদালত পরিচালনা করে এ অর্থদন্ডাদেশ প্রদান করেন।ভ্রাম্যমান আদালত সুত্রে জানা যায়, জুয়েল মিয়া দীর্ঘদিন থেকে নিষিদ্ধ ঘোষিত পলিথিন ব্যবসা চালিয়ে আসছিল।
শেরপুরের জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) এর দেয়া গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জুয়েল মিয়ার বাড়ি থেকে ৮শ কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার করে।
এসময় শেরপুরের পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক নয়ন কুমার রায়, ঝিনাইগাতী থানার পুলিশ পরিদর্শক এসআই মাসুদ রানাসহ জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই এর কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। পরে নিষিদ্ধ ঘোষিত ৮শ কেজি পলিথিন জব্দ করা হয়।