শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪
spot_img
Homeসারাদেশচট্টগ্রামনোয়াখালী জেলা আওয়ামীলীগের কমিটি ঘোষণা খায়রুল আনম সেলিম আহ্বায়ক ,শাহীন ও সোহেল...

নোয়াখালী জেলা আওয়ামীলীগের কমিটি ঘোষণা খায়রুল আনম সেলিম আহ্বায়ক ,শাহীন ও সোহেল যুগ্ম আহ্বায়ক

মোঃ জাহাঙ্গীর আলম, সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে নোয়াখালী জেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

এতে অধ্যক্ষ খায়রুল আনম সেলিমকে আহ্বায়ক ও অ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহীন এবং সহিদুল্লাহ খান সোহেলকে যুগ্ম আহ্বায়ক করে ৮৭ সদস্যের নোয়াখালী জেলা আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার অনুমোদনক্রমে এই আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। কমিটির সদস্য হিসেবে রয়েছেন জেলা আওয়ামীলীগের সাবেক সেক্রেটারী একরামুল করিম চৌধুরী এমপি,

মোরশেদ আলম এমপি, বেগম ফরিদা খানম এমপি,এইচ এম ইব্রাহীম এমপি, মামুনুর রশীদ কিরণ এমপি, আয়েশা আলী এমপি, গোলাম মহিউদ্দিন লাতু,ডা. এবি এম জাফর উল্যাহ, আব্দুর রহমান মঞ্জু, মোহাম্মদ সাহাব উদ্দিন,

মোহাম্মদ আলী সাবেক এমপি, মোঃ জাহাঙ্গীর আলম। তবে জেলা আওয়ামীলীগের কমিটিতে স্থান পায়নি বহুল আলোচিত সমালোচিত বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা।

দীর্ঘদিন থেকে কাদের মির্জা নোয়াখালী জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পদ থেকে সাবেক সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরীর অপসারণ দাবি করে আসছে।

কিন্তু সর্বশেষ সেই কাদের মির্জাকে রাখা হয়নি জেলা আওয়ামীলীগের কমিটিতে। ঘোষিত কমিটিতে এখন পর্যন্ত ৪টি নামের জায়গা এখনো খালি রাখা হয়েছে। একমিটি ঘোষণা কেন্দ্র করে দুটি গ্রুপের মধ্যে চাপা উত্তেজনা বিরাজ করছে।

বৃহস্পতিবার দুপুর পৌনে ১টার দিকে জেলা আওয়ামীলীগের নবগঠিত কমিটি নিয়ে ফেসবুক লাইভে কাদের মির্জা মন্তব্য করেন, এটা হচ্ছে কমিটি নয়, বানরের পিঠা ভাগ। নোয়াখালীতে আওয়ামীলীগের রাজনীতির গুনগত পরিবর্তন

হয়নি এ কমিটির মাধ্যমে। এ কমিটি হচ্ছে অপরাজনীতির আরো একটা চমক। আমরা এ কমিটির পক্ষেও নেই বিরুদ্ধেও নেই।

spot_img
এই বিভাগের অনান্য সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

জনপ্রিয় সংবাদ