বশির আলম টঙ্গী গাজীপুর টঙ্গী পশ্চিম থানাধীন সাতাইশ এলাকায় গতকাল বুধবার দুপুরে কাই এ্যালুমিনিয়াম ফেক্টরীর পিছনে বাউন্ডারী ওয়াল নির্মাণ কাজ পর্যবেক্ষণের সময় ব্যবসায়ী শাহাদাত হোসেন মাঝিকে স্থানীয় কতিপয় সন্ত্রাসী দেশীয় অস্ত্র স্বস্ত্রে সজ্জিত হয়ে চাঁদার দাবিতে পিটিয়ে ও
ধারালো অস্ত্র দ্বারা কুপিয়ে গুরুতর আহত করেছে বলে অভিযোগ পাওয়া গিয়েছে। সরেজমিনে গিয়ে জানা যায় স্থানীয় কাই এ্যালুমিয়ানম ফ্যাক্টরি নির্মানাধিন বাউন্ডারী ওয়ালের কাজের পরিচালনা খোজ খবর নিতে গেলে সন্ত্রাসীরা আগে থেকে ওৎ পেতে থাকা অবস্থায় সাহাদাত হোসেনের কাছে
মোটা অঙ্কের টাকা চাঁদা দাবি করে। তাদের দাবিকৃত চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সন্ত্রাসীরা জোরপূর্বক তার কাছে থাকা একলক্ষ দশ হাজার টাকা ছিনিয়ে নেয়। এ সময় বাধা দিলে সন্ত্রাসীরা তাকে হত্যার উদ্যেশে লোহার রড, ও দেশীয় অস্ত্র দিয়ে এলো পাথারী মারধর করে। তার ডাক
চিৎকারে এলাকাবাসি এগিয়ে আসলে সন্ত্রাসীরা ভবিষতে তাকে পেলে জীবনে মেরে ফেলে দিবে বলে হুমকি দিয়ে ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়। এই সময় তাকে উদ্দার করে টঙ্গী শহীদ আহসান উলাহ মাস্টার জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। এ ঘটনায় টঙ্গী
পশ্চিম থানায় সন্ত্রাসী ইউসুফ, মুজিবর রহমান, আকরাম হোসেন, আসলাম সহ পাঁচ/ছয় জন অজ্ঞাত নামা বিবাদী করে অভিযোগ দায়ের করেন। এ বিষয়ে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আমজাদ হোসেন জানান, আমি খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে জানতে পারি কাই এ্যালুমিনিয়াম কোম্পানির
নির্মানাধিন কাজে এলাকায় রাস্তা বন্ধ করে দিয়েছে বলে একটি পক্ষ জানান। অপর দিকে কারখানা কর্তৃপক্ষ জানান, তাদের কোন রাস্তা বন্ধ করা হয়নি। এ ঘটনায় টঙ্গী পশ্চিম থানা পুলিশ ঘটনাস্থলে
পরিদর্শন করেছেন। অভিযোগের সত্যতা নিশ্চিত করে টঙ্গী পশ্চিম থানার ওসি মোঃ শাহআলম জানান মারামারির বিষয় একটি অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।ক্যাপশন : ঘটনাস্থলে টঙ্গী পশ্চিম থানা পুলিশ ও স্থানীয় কাউন্সিলর।