মোঃ জাহাঙ্গীর আলম, নোয়াখালীর কবিরহাট উপজেলার মুকবুল চৌধুরী হাট বাজারে ভয়াবহ এক অগ্নিকান্ডের ঘটনায় ৯টি দোকান পুড়ে ছাঁই গেছে। এতে প্রায় ৩কোটি টাকার সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে দাবী অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থত ব্যবসায়ীদের।
ওই অগ্নিকান্ডের ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দিবাগত শুক্রবার গভীর রাতে কবিরহাট উপজেলার ৩নং ধানসিঁড়ি ইউনিয়নের জগদানন্দ গ্রামের মুকবুল চৌধুরী হাট বাজারে।
খবর পেয়ে কবিরহাট ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও স্থানীয় এলাকাবাসীর সহযোগীতায় প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
কিন্ত ততক্ষনে মুকবুল চৌধুরী হাট বাজারের ওই দোকানগুলো পুড়ে ছাঁই হয়ে যায়। ব্যবসায়ী জি এম মুজাহিদ হাসান জানান, বৃহস্পতিবার দিবাগত শুক্রবার রাত ২টার দিকে হঠাৎ কোহিনুর জুয়েলার্স থেকে আগুনের সুত্রপাত হয়।
এসময় আগুন দ্রুত চারপাশের দোকানে ছড়িয়ে পড়ে এতে ৯টি দোকান পুড়ে যায়। পুড়ে যাওয়া দোকান গুলোর মধ্যে রয়েছে, ফল বিতান ১টি, মদি দোকান ২টি, সাইকেল গেরেজ দুটি,
কম্পিউটার দোকান ১টি, মিষ্টি দোকান ১টি, সিমেন্ট দোকান ১টি, কনফেকশনারী দোকান ১টি।
কবিরহাট ফায়ার সার্ভিস স্টেশনের ফাইটার ম্যান মোঃ নেওয়ামত উল্যাহ বিষয়টি নিশ্চিত করে
বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত। তবে হতাহতের ঘটনা ঘটেনি। এ অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতির পরিমান তদন্ত করে নিশ্চিত হওযা যাবে।