মোঃ জাহাঙ্গীর আলম, নোয়াখালীর সেনবাগে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে লাইসেন্স বিহীন অবৈধ ভাবে ইটভাটা পরিচালনা, নিয়ম বহির্ভূতভাবে ইটভাটা স্থাপন এবং নির্দিষ্ট সাইজের
চেয়ে ছোট সাইজের ইট উৎপাদন ও বিক্রির অপরাধে সেনবাগের মেঘনা ব্রিকফিল্ড নামক একটি ইটভাটা মালিকেরর নিকট থেকে ২লক্ষ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালতের
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সেনবাগ উপজেলা সহকারী কমিশনার(ভূমি) তাজমিন আলম তুলি।
রোববার বিকেলে সেনবাগ উপজেলার ৬নং কাবিলপুর ইউনিয়নের ফতেহপুর গ্রামে অবস্থিত মেঘনা ব্রিকফিল্ডে ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে ওই জরিমানা আদায় করা হয়।
এ সময় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজমিন আলম তুলিকে সহযোগীতা করেন সেনবাগ ফায়ার সার্ভিস ও সেনবাগ থানা পুলিশের আলাদা দুইটি টিম ।
এ ছাড়াও একই দিন মেয়াদোত্তীর্ণ সেমাই বিক্রির অপরাধে ছমির মুন্সির হাট বাজারের এক ব্যবসায়ীর নিকট থেকে ১হাজার টাকা জরিমানা আদায় করা হয়।