মোঃ জাহাঙ্গীর আলম, নোয়াখালীর সেনবাগে ও চাটখিলে পুকুরের পানিতে ডুবে জমজ দুই সহদর ভাই-বোন সহ তিন শিশু এক যুবকের মৃত্যু হয়েছে। এরা হচ্ছে ,সেনবাগ পৌরসভার
বিন্নাগুনি গ্রামের অলি কোম্পানীর বাড়ির মোস্তফার ছেলে আলিফ (৩) ও মাহির (৩)এবং অপরজন হচ্ছে,সেনবাগ উপজেলা কেশারপাড় ইউপির (বায়তুল্লাহ)বীরকোট গ্রামের ইউসুফের মেয়ে মাহী (১)
ও নোয়াখালীর চাটখিল উপজেলায় মোহাম্মদপুর ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের মোহাম্মদপুর গ্রামের মৃত নুরুল ইসলাম পাটেয়ারীর ছেলে মোঃস্বপন (৫৫) ।
স্থানীয় সুত্রে জানাগেছে শুক্রবার (৬মে ) দুপুরে সেনবাগ পৌরসভার বিন্নাগুনি গ্রামের অলি কোম্পানীর বাড়ির অলি কোম্পানীর ছেলে মোস্তফার দুই যমজ ছেলে মেয়ে পুকুর পাড়ে খেলা
করতে গিয়ে পুকুরের পানিতে ডুবে যায়। দীর্ঘক্ষনেও শিশুরা ঘরে ফিরে না আসায় পরিবারের সদস্যরা খোজাখুজি শুরু করে। একপর্যায়ে তাদের লাশ পুকুরের পানিতে ভাসতে দেখে দ্রুত উদ্ধার
করে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেএ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষনা করেন। দুই শিশুর মৃত্যুতে পরিবারে চলছে শোকের মাতম এবং পুরো এলাকায় নেমে
এসেছে শোকের ছায়া। অপরধিকে নোয়াখালীর চাটখিল উপজেলায় ৫নং মোহাম্মদপুর ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের মোহাম্মদপুর গ্রামের মৃত নুরুল ইসলাম পাটেয়ারীর ছেলে মোঃস্বপন (৫৫)
অপরদিকে বৃহস্পতিবার বিকেলে বৃহস্পতিবার (৫মে) বিকেল ৫টারদিকে বীরকোট (বায়তুল্লাহ) গ্রামের ইউসুফের এক বছরের মেয়ে মাহী খেলা করতে গিয়ে একই বাড়ির মতিন মিয়ার রান্না ঘরের
উচ্ছিষ্ট রাখা পানির বালতীতে উপড় হয়ে পড়ে থাকতে দেখে অচেতন অবস্থায় তাকে পরিবারের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেএ নিয়ে গেলে কর্তব্যরত
চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। নিহত মাহী চার বোনের মধ্যে সবার ছোট। স্থানীয়রা জানায় শুক্রবার সকাল ১০টার দিকে জনতা বাজার দিঘিতে গোসল করতে যায় স্বপন।
একপর্যায়ে গোসল করতে পানিতে নামলে তাঁর মৃত্যু হয়। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে গোসল করতে পানিতে নামলে হার্ট অ্যাটাকে তাঁর মৃত্যু হয়। পরে উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়। পরে একজন পল্লী চিকিৎসক বাড়িতে এসে তাকে মৃত ঘোষণা করে।
যোগাযোগ করলে সেনবাগ থানার অফিসার ইনচার্জ(ওসি) ইকবাল হোসেন পাটোয়ারী ঘটনার সত্যতা নিশ্চত করেন।