শনিবার, এপ্রিল ২০, ২০২৪
spot_img
Homeআইন-অপরাধসেনবাগে আম পাড়াকে কেন্দ্র করে ঝড়গার জের সৌদি প্রবাসীকে ছুরিকাঘাতে হত্যা,আটক তিন

সেনবাগে আম পাড়াকে কেন্দ্র করে ঝড়গার জের সৌদি প্রবাসীকে ছুরিকাঘাতে হত্যা,আটক তিন

মোঃ জাহাঙ্গীর আলম, নোয়াখালীর সেনবাগে আম পাড়াকে কেন্দ্র করে ঝড়গার জেরে মোঃ ইউসুফ(৩২) নামের এক সৌদি প্রবাসীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।

এঘটনায় আহত হয়েছে বড় ভাই মোঃ কবির হোসেন তাকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

এঘটনায় তাৎক্ষণিক অভিযান চালিয়ে বাবা-ছেলেসহ তিনজনকে আটক করে সেনবাগ থানা পুলিশ। নিহত মোঃ ইউছুফ সেনবাগ উপজেলার ৯নং নবীপুর ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ড বিষ্ণপুর গ্রামের চোর্বা বাড়ির শরীয়ত উল্যার ছেলে।

বৃহস্পতিবার (৫ এপ্রিল) রাত ১০টার দিকে ওই ঘটনাটি ঘটেছে। পুলিশ ও স্থানীয়রা জানায়, নিহত সৌদি প্রবাসী ইউসুফের পারিবারিক সম্পত্তি নিয়ে একই বাড়ির তাঁর চাচাতো ভাই সোহেল, রুবেল ও

চাচা নুরনবী সাথে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছিলো,এই নিয়ে দুই পরিবারের মধ্যে প্রায়ই ঝগড়াঝাটি লেগেই থাকত। বৃহস্পতিবার রাত ১০টার দিকে বিরোধপূর্ণ জায়গা থেকে আম পাড়াকে

কেন্দ্র করে একই বাড়ির চাচাতো ভাই সোহেল,রুবেল ও চাচা নুরনবী সঙ্গে নিহত ইউসুফের সাথে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে ক্ষুব্ধ হয়ে সোহেল ও রুবেল ইউসুফকে মারধর করে এবং

ছুরিকাঘাত করে গুরুত্বর আহত করে। পরে স্বজনরা তাকে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করান। সেখানে চিকিৎসার্ধীন

অবস্থায় রাত সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে সেনবাগ থানার পুলিশ। ৯নং নবীপুর ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) আনোয়ার উল্যাহ

বলেন, গত কয়েক দিন আগে প্রবাসী ইউসুফদের বসতঘরের পাশের একটি জায়গার মালিকানা নিয়ে তার চাচা অভিযোগ করেন। তখন আমি দুই পক্ষকেই ওই বিরোধপূর্ণ জায়গার গাছ থেকে

আম পাড়তে নিষেধ করি। একই সাথে দুই পক্ষকেই বলা হয় ঈদুল ফিতরের পর পরই জায়গার মালিকানা নিয়ে বিরোধের সমস্যার সমাধান করা হবে। কিন্তু তার আগেই বৃহস্পতিবার ইউসুফ ওই

গাছ থেকে আম পাড়তে গেলে দুই পক্ষের মধ্যে মারামারি হয়। এতে চাচাতো ভাইদের ছুরিকাঘাতে ইউসুফ মারা যায় বলে শুনেছি। বিষয়টি নিশ্চিত করে সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি)

ইকবাল হোসেন পাটেয়ারী বলেন, প্রাথমিক ভাবে জানাগেছে বিরোধপূর্ণ জায়াগা থেকে আম পাড়াকে কেন্দ্র করে সৌদি প্রবাসী এক যুবককে প্রতিপক্ষ ছুরিকাঘাত করলে সে হাসপাতালে মারা

যায়। লাশ ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে রাখা আছে। শুক্রবার সকালে ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হবে। হত্যাকান্ডের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে । এ ঘটনায় পুলিশ তাৎক্ষণিক এক অভিযান চালিয়ে অভিযুক্ত তিন আসামিকে আটক করা হয়েছে।

spot_img
এই বিভাগের অনান্য সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

জনপ্রিয় সংবাদ