সুনামগঞ্জে কালবৈশাখী ঝড়ে ভেঙ্গে পড়েছে পল্লী বিদ্যুতের ১৩টি খুটি। এর ফলে সুনামগঞ্জ-জামালগঞ্জ-বিশ^ম্ভরপুর-তাহিরপুর সড়কের যোগাযোগ বন্ধ রয়েছে বলে জানা গেছে। আজ রবিবার (১১ এপ্রিল) ভোর ৫টায় এই দূর্ঘটনাটি ঘটেছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে- জেলার তাহিরপুর ও বিশ্বম্ভরপুর উপজেলায় বিদ্যুৎ সরবরাহ করার জন্য ৩৩ কেভি নতুন বিদ্যুৎ লাইনের কাজ চলছিল। আজ রবিবার (১১ এপ্রিল) ভোর রাতে হঠাৎ কালবৈশাখী ঝড় শুরু হলে জেলার বড়ঘাট নামক এলাকায় পল্লী বিদ্যুৎ নির্মাণাধীন ১৩টি খুটি ভেঙ্গে সড়কের ওপর পড়ে যায়। এঘটনায় কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। তবে কিছু সংখ্যক বাড়িঘর ক্ষতিগ্রস্থ হয়েছে বলে জানা গেছে। এজন্য পল্লী বিদ্যুতের খুটিগুলো নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ তুলেছেন স্থানীয়রা।
এব্যাপারে সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ বোর্ডের নির্বাহী প্রকৌশলী গিয়াস উদ্দিন ভূঁইয়া সাংবাদিকদের বলেন- কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে বৈদ্যুতিক খুটি ভেঙ্গে পড়ার কারণে বর্তমানে সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। তবে দ্রুত খুটিগুলো অপসারণ করা হবে। এঘটনায় কারো কোন ক্ষতি হয়নি।