মুন্সীগঞ্জ শ্রীনগর উপজেলার বীরতারা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মাশাখোলা এলাকায় জনস্বার্থে নির্মীত রাস্তার জন্য ব্যক্তি মালিকানাধীন জমি জোর পূর্বক কেটে রাস্তা তৈরী করার অভিযোগ
পাওয়া গেছে। গত ২৬শে জুন রবিবার রাস্তা ণির্মাণ কাজ করেছিলেন ঠিকাদার গাজী শামীম ইমাম সাচ্চুর লোকজন। বাড়ি -ঘরের মাঝ দিয়ে চলে যাওয়া রাস্তাটি দীর্ঘ দিন দু পায়ে চলার রাস্তা হিসেবে
ব্যবহৃত হয়ে আসছিলো। পায়ে চলার পথে রাস্তা নির্মাণের লক্ষে মাটি কাটলে বাড়ির মালিকগণ এসে কয়েক ধাপে তাদের ব্যক্তি মালিকানাধীন জমি কেটে নেওয়া হচ্ছে বলে দাবি করলেও তারা কর্ণপাত না করে বসতি বাড়ির সীমানা কেটে রোড তৈরী করতে থাকেন।
এ ব্যপারে পিতা মৃত লেবু হাওলাদারের ছেলে মোঃ সাদেক হাওলাদার (৭৫) বলেন, আমার মালিকানাধীন বসত বাড়ির মাটি কেটে রাস্তা বানাতে থাকলে আমি তাদের না করলেও তারা আমার
কথা না শুনে রাস্তার জন্য আমার বাড়ির সীমানা কাটতে থাকে। রাস্তার জন্য জমি কাটার পূর্বে আমাদের কোন রকম অবগত করা হয়নি, আমাদের প্রয়োজনীয় কাগজ-পত্র রয়েছে বললেও তারা শুনতে চাননি।
মোঃ লোকমান হোসেন বলেন, জনস্বার্থে রাস্তা হবে এটা আমরাও চাই তাই বলে আমাদের বসতি জমি কেটে নিবে কোন রকম অবগত না করে এটা কেমন হল। আমার ভাই আঃ জলিল ঠিকাদার
মোঃ গাজী শামীম ইমাম সাচ্চু কে বিষয়টি অবগত করার জন্য কল রিসিভ করেন নি অন্য দিকে ঠিকাদারের লোকজন জোর জবস্তি বাড়ির জমি কেটে ফেলেন।
তবে উপস্থিত ঠিকাদারের লোকজন বলেন, চেয়ারম্যান মহোদয় আমাদের যেভাবে কটতে বলেছেন আমরা সে ভাবেই কাটছি। স্হানীয়রা বলেন ২ বছর পূর্বে ব্রীজ নির্মীত হলেও এখনও রাস্তার ধরুন ব্রীজ টি কোন প্রকার কাজেই আসছে না।
এব্যাপারে বীরতারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গাজী শহিদুল্লাহ কামাল ঝিলু বলেন, সরকারী জমির উপর দিয়েই রাস্তা নির্মীত হচ্ছে,উন্নয়ন মূলক কাজে সামান্য দুই এক ইন্চি জমি পরলেও ছাড় দিতে হবে,তাদের প্রয়োজনেই রাস্তা নির্মীত হচ্ছে।