বশির আলম গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কমিশনার হিসেবে মোল্যা নজরুল ইসলামকে পদায়ন করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা-১-এর উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়েছে।
এর আগে পৃথক এক আদেশে গাজীপুর মহানগর পুলিশের কমিশনার উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) খন্দকার লুৎফুল কবিরকে পুলিশ অধিদপ্তরে (পুলিশ সদর দপ্তর) পদায়ন করা হয়।
গাজীপুর মহানগর পুলিশ কমিশনার হিসেবে তার স্থলাভিষিক্ত হচ্ছেন মোল্যা নজরুল ইসলাম। মোল্যা নজরুল ইসলাম বর্তমানে ডিআইজি হিসেবে নৌ-পুলিশে দায়িত্ব পালন করছেন। এর আগে
গত ১১ মে তিনি ডিআইজি হিসেবে পদোন্নতি পান। জানা গেছে, মোল্যা নজরুল ইসলাম ২০১৯ সালের ১৮ আগস্ট পদোন্নতি পেয়ে অতিরিক্ত উপ-মহাপরিদর্শক হয়েছেন। এর আগে তিনি
সিআইডির বিশেষ পুলিশ সুপার, জয়পুরহাটের পুলিশ সুপার (এসপি) এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের উপকমিশনার (ডিবি-ডিসি) হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাঁর নিজ
জেলা নড়াইল। মোল্যা নজরুল ইসলামের স্ত্রীর শারমিন আক্তার উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের যুগ্ম পরিচালক (অর্থ-হিসাব) হিসেবে কর্মরত আছেন।