শ্রীনগর উপজেলার বাঘড়া ইউনিয়ন ভূমি অফিসে কর্মরত পিয়ন মন্জুর কে নিয়ে বিস্মীত এলাকাবাসী ও ভূক্ত ভোগীরা।তার দূর্নীতির সুস্পষ্ট প্রমান থাকার পরও কিভাবে বহাল
তবিয়তে আছেন তা নিয়ে বিস্মীত ভূক্তভোগীরা। পিয়ন মন্জুর রহমান মন্জু(৩৫) গ্রাম,চিতলিয়া বাজার,মুন্সিগন্জ সদর বর্তমান বাড়ৈখালী ইউনিয়ন ভূমি অফিস সংলগ্ন তাজিম তালুকদারের বাড়ি,
তার প্রতারনা আর ভূমিদস্যুতায় জিম্মী হয়ে পড়েছে গ্রামবাসী।বাড়ৈখালী ইউনিয়ন ভূমি অফিসে যোগদান করলেও,বর্তমানে বাঘরা ইউনিয়ন ভূমি অফিসে কর্মরত। জমি-জালিয়াতি,জাল দলিল
সৃজন,পর্চা নকলসহ দূর্নীতি করে কোটি পতি বনে যান মন্জু।এর নেপথ্য কাজ করে ডাক অফিসের পিয়ন তাজিম তালুকদার।এক পর্যায়ে তাদের সম্পর্ক হয় জামাই-শশুর।তাজিম ডাক
অফিসের পিয়ন হিসেবে কর্মরত থাকলেও,পাশা পাশি সহকারী কাজী হিসেবেও দায়িত্ব পালন করছেন। বিভিন্ন সময় মন্জুর বিরুদ্ধে গনমাধ্যমে সংবাদ প্রকাশিত হলেও উল্লেখযোগ্য কোন
ব্যবস্হা গ্রহন করতে দেখা যায়নি। বাড়ৈখালী ইউনিয়ন শ্রীধরপুর মৌজায় অতি সম্প্রতি প্রায় ৪০ লাখ টাকা দিয়ে জমি ক্রয় করে ডাঙ্গা কেটে মাছ চাষকরছেন। শাহজাহান নামে এক অসহায়
ব্যক্তির জমি জাল দলিল করার মাধ্যমে দখলে নেয়।গত ১৩/১/২০১১ তারিখ একটি বায়না নামা ভূয়া দলিল সৃজন করে।ভূয়া দলিলে মন্জুর ও তার স্ত্রী তানজিলা তালুকদার খুশির নিকট শাহজাহান ও
তার স্ত্রী রিনা বেগম তাদেরকে ১৮ শতক জমি হতে ৯ শতক জমি বিক্রয় করেছেন বলে উল্লেখ করেন।দলিল জালিয়াতী করার বিষয়টি নিয়ে অসহায়,হত-দরিদ্র শাহজাহান ৪২০,৪৬৫,৪৬৭,ধারায়
প্রতারকদের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন,যার নং-১৮৩/১২।দলিল লেখক,মহসিন সাং-মাশুর গাও,সনদ নং-৫৪।শাহজাহান মামলা করলে,প্রতারক চক্র কৌশলে থানায় বসে তাদের দোষ
স্বীকার করে মুচলেকা দিয়ে মামলা হতে অব্যহৃতি নিলেও,এখনো শাহজাহানের জমি বুঝিয়ে দিবে তো দূরে থাক উল্টো তাকে,ঢাকাতী,চুরি,মাদক মামলায় ফাসিয়ে দেওয়ার হুমকি প্রদান করে যাচ্ছে ।
বাড়ৈখালী ইউনিয়ন শিবরাম পুর-১ নং মৌজার ১নং খাস খতিয়ান ভূক্ত ৫৬৩ নং খতিয়ানে ৭৮৫ নং দাগের ১৮ শতক ভূমি মুন্সিগন্জ জেলা প্রশাসক -৬৫২৫/২০১১ নং দলিল মূলে শাহজাহান ও তার স্ত্রীকে বরাদ্ধ দেন,যার কেইস নং-ডিসি-১১৫/১৯৯৮-৯৯।এসি কেইস নং-২১/১৯৯৮-১৯৯৯।একটি
ভূমিহীন অসহায় পরিবার সরকারী জমি বরাদ্ধ পাওয়ার পরও,এমএলএস মন্জু ও শ্বশুর তাজিমের প্রতারনায় আজ নিঃশ্ব।দফায়-দফায় শালিশ-মিমাংসায় বিপর্যস্ত শাহজানের পরিবার। বাড়ৈখালী মৌজার সেবক সংঘ ক্লাব সংলগ্ন এলাকায ১ লাখ ১০ হাজার টাকা শতক হারে ৪৬ শতক জমি ক্রয়
করলেও,সরকারের কর ফাকি দিতে ১০ লাখ টাকা মূল্য দেখিয়ে জমি রেজিষ্ট্রি করিয়ে নেয়।সামান্য একজন পিয়নের ৫০ লক্ষ টাকা দিয়ে জমি ক্রয় করায় বিস্মিত এলাকাবাসি।এত টাকার উৎস কি।অন্য দিকে তারই আপন চাচা শ্বশুর মুক্তিযেদ্ধিা নাজিম তালুকদার ও তার ছেলেদের ওপর হামলা
নেপথ্য হোতা মন্জু।সরজমিন জানা যায়, অসংখ্য লোকদের নামজারী,জমির বিবিধ সমস্যা দেখিয়ে বিভিন্ন কায়দায় হাতিয়ে নিয়েছেন লক্ষ লক্ষ টাকা। এছাড়াও নামে -বেনামে আরও সম্পত্তি
রয়েছে। একজন ভূমি অফিসের সামান্য পিয়ন কিভাবে এত সস্পত্তির মালিক হলেন তার সঠিক তদন্ত হলেই থলের বিড়াল বেরিয়ে পরবে এ ব্যপারে শ্রীনগর উপজেলা সহকারী কমিশনার ( ভূমি ) সাথে যোগাযোগ করা হলে তিনি মোবাইল ফোন টি রিসিভ করেননি।