শনিবার, নভেম্বর ২৩, ২০২৪
spot_img
Homeজাতীয়নোয়াখালী জেলা পরিষদ নির্বাচন ৬০ প্রার্থীর মনোনয়নপত্র জমা

নোয়াখালী জেলা পরিষদ নির্বাচন ৬০ প্রার্থীর মনোনয়নপত্র জমা

মোঃ জাহাঙ্গীর আলম, আসন্ন আগামী ১৭ অক্টোবর অনুষ্ঠিতব্য নোয়াখালী জেলা পরিষদের নির্বাচনে মনোনয়ন জমা দানের শেষ দিনে নোয়াখালীতে চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত সদস্য পদে ৬০জন প্রার্থী তাদরে মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

এদের মধ্যে চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনিত প্রার্থী আবদুল ওয়াদুদ পিন্টুসহ ৩জন প্রাথী তাদরে মনোনয়ন জমা দিয়েছেন।বৃহস্পতিবার (১৫ সেপ্টম্বর)সকাল থেকে বিকেল পর্যন্ত জেলা নির্বাচন ও জেলা রিটার্নিং কর্মকর্তার (ডিসি) কার্যালয়ে চলে ওই মনোনয়ন জমা।

তথ্য নিশ্চিত করেছেন, জেলা নির্বাচন কর্মকর্তা মেসবাহ উদ্দিন জানান, আসন্ন জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৩জন, সাধারণ সদস্য পদে ৩৯জন ও সংরক্ষিত সদস্য পদে মনোনয়ন পত্র নিয়েছেন ১৮জন জমা দিয়েছেন।

এরা হচ্ছে ঃ চেয়ারম্যান পদে নোয়াখালী শহর আওয়ামী লীগের সভাপতি আবদুল ওয়াদুদ পিন্টু, সাবেক সদস্য আলাবক্স তাহের টিটু ও মুশফিকসহ ৩ জন।

জেলা নির্বাচন কর্মকর্তা মেসবাহ উদ্দিন বলেন, যাচাই বাচাই ১৮ সেপ্টেম্বর এবং ২৫ সেপ্টেম্বর মনোনায়নপত্র প্রত্যাহারের শেষ দিন। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২৬ সেপ্টেম্বর। মনোনয়ন চুড়ান্ত জমা হওয়ার পর মোট প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে।

উল্লেখ্য, আগামী ১৭ অক্টোবর অনুষ্ঠিত হবে জেলা পরিষদ নির্বাচন। জেলায় মোট ভোটার সংখ্যা ১৩০৬জন, যার মধ্যে পুরুষ ৯৯৮আর নারী ভোটার রয়েছেন ৩০৮ জন। ভোট কেন্দ্র ৯টি, ভোট কক্ষ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান।

spot_img
এই বিভাগের অনান্য সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

জনপ্রিয় সংবাদ