শনিবার, নভেম্বর ২৩, ২০২৪
spot_img
Homeআইন-অপরাধকুড়িগ্রামের উলিপুরে ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে ব্যবসায়ীকে জখম করে টাকা লুট! ব্যবসায়ীদের নিন্দা

কুড়িগ্রামের উলিপুরে ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে ব্যবসায়ীকে জখম করে টাকা লুট! ব্যবসায়ীদের নিন্দা

হাফিজুর রহমান সেলিম, কুড়িগ্রামের উলিপুরে এক ভূষি ব্যবসায়ীর ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে কতিপয় দুর্বৃত্ত ব্যবসায়ীকে রক্তাক্ত জখম করে ২ লাখ ৭৫ হাজার টাকা ক্যাশ বাক্স ভেঙ্গে নিয়েছে বলে অভিযোগ উঠেছে ।

ঘটনাটি ঘটেছে গত (২২ সেপ্টেম্বর) সন্ধায় উলিপুর উপজেলা সদরের পিছন রাস্তায় কেরামত উল্যাহ্ মার্কেট এর পূর্ব দিকের “মুন স্টোরে”। এ ঘটনায় উলিপুর থানায় লিখিত অভিযোগ করা

হলেও এ রিপোর্ট লেখার সময় শনিবার সন্ধা ৭ টা পর্যন্ত কাউকে আটক করা হয়নি বলে ব্যবসায়ী জানান। ব্যবসায়ী টিপু বর্তমানে উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

জানা গেছে,ওইদিন বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে উপজেলার ধামশ্রেনী ইউনিয়নের বাসিন্দা আব্দুস সাত্তারের পুত্র গো-খাদ্য ও ওষুধ ব্যবসায়ী হামিদুর রহমান টিপু (৩৮) প্রতিদিনের মত তার

ব্যবসাপ্রতিষ্ঠান” মুন স্টোরে”অবস্থান করছিলেন । আনুমানিক রাত ৯ টার দিকে উলিপুর মধ্য বাজারস্থ ভূষি,চাল ও কাপড় ব্যবসায়ী ফেলু পালের পুত্র ভজন পালের নেতৃত্বে কতিপয় দুর্বৃত্ত

একযোগে লাঠি,ছোরা ও দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে অর্তকিত টিপু’র দোকানে ঢুকে তার উপর হামলে পড়ে এবং তাকে রক্তাক্ত জখম করে। এসময় আহত টিপু দোকানের মেঝেতে পড়ে যায়।

এ সুযোগে দুর্বৃত্তরা তার শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি পিটিয়ে ফুলা জখম করে।
অভিযোগের সূত্রে জানা যায়, দুর্বৃত্তের দল হামলার সময় “মুনস্টোরের” ক্যাশবাক্স ভেঙ্গে দিনের বেলা বিক্রি করা ক্যাশ ২ লাখ ৭৫ হাজার টাকা লুটে নিয়ে যায়।

হামলার শব্দ ও আহত টিপুর আর্তচিৎকারে পথচারী ও আশপাশের লোকজন আসলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এ ঘটনায় ওইদিন রাতে ব্যবসায়ী টিপু’র বড় ভাই উলিপুর থানায় একটি এজাহার দায়ের করেন।পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ ঘটনায় উলিপুর বনিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক মায়নুল ইসলাম দুলুর সাথে কথা হলে তিনি জানান,এটা দুঃখজনক ঘটনা আমরা এখন দায়িত্বে না থাকায় কোন প্রকার পদক্ষেপ নিতে পারছিনা। স্থানীয় ব্যবসায়ীদের একটি সূত্র জানিয়েছে, ব্যবসায়িক দ্বন্দ্বের কারণেই এ অপ্রীতিকর

ঘটনার সূত্রপাত হয়েছে। তবে তারা ব্যবসা প্রতিষ্ঠানে হামলার তীব্র নিন্দা জানিয়েছে।
এ ব্যাপারে উলিপুর থানার অফিসার ইনচার্জ ইমতিয়াজ কবির ঘটনার সত্যতা স্বীকার করে স্থানীয় সাংবাদিকদের বলেন,এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে। #

 

spot_img
এই বিভাগের অনান্য সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

জনপ্রিয় সংবাদ