মোঃ জাহাঙ্গীর আলম, নোয়াখালীর সেনবাগে পারিবারিক ঝড়গার জের ধরে মোঃ মোশাররফ হোসেন (২৯) নামের এক সবজী ব্যবসায়ী সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাসি দিয়ে আত্মহত্যা করেছে।
নিহত মোশাররফ হোসেন সেনবাগ উপজেলার ৬ নং কাবিলপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের পূর্ব ইয়ারপুর ফজর আলী টেন্ডল বাড়িব মৃত মোস্তফা মিয়া ছেলে।সে চৌমুহনী সবজীর ব্যবষা করতো।
খবর পেয়ে সেনবাগ থানার এস আই মিথুনের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স মঙ্গলবার দুপুর সোয়া ১২ টার সময় ঘটনাস্থলে পৌছে ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল
হাসপাতালের মর্গে প্রেরণ করে। পুলিশ ও স্থানীয় সুত্রে জানাগেছে, সোমবার বিকেলে ছাগল নিয়ে স্বামী স্ত্রী লিপি আক্তারের মধ্যে ঝড়গা হয়। যার জের ধরে রাত ১০ টার দিকে ফের উভয়ের মধ্যে
আবারও বাকবিতন্ডা হয়। এরপর মোশাররফ রাতে স্ত্রীর সঙ্গে না গুমিয়ে পাশ্বের কক্ষে গুমাতে যায়। এরপর রাতের কোন এক সময় মোশারফ নিজ শয়ন কক্ষের সিলিং ফ্যানের সঙ্গে গলায় দড়ি দিয়ে
ফাসি লাগিয়ে আত্মহত্যা করে কিন্তু পাশ্বের দুইটি কক্ষে থাকা কেউ তার আত্মহত্যার ঘটনাটি টের পায়নি। সকালে পরিবারের লোকজন তাকে গুম থেকে ওঠার জন্য ডাকাডাকি করে কোন সাড়া
শব্দ না পেয়ে বড় ভাই আলী হায়দারের নেতৃত্বে লোকজন দরজা ভেঙ্গে দেখেন তার লাশ ফ্যানের সঙ্গে ঝুলছে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী
জেনারেল হাসপাতালে মর্গে প্রেরণ করে।যোগাযোগ করলে সেনবাগ থানার অফিসার ইনচার্জ(ওসি) ইকবাল হোসেন পাটোয়ারী লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে করে বলেন। এ ঘটনায় থানায়
প্রাথমিক ভাবে একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে পরবর্তী আইনী ব্যবস্থা নেওয়া হবে।