শ্রীনগর উপজেলার বীরতারা ইউনিয়ন এর বীরতারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরিস্কার- পরিচ্ছন্ন পরিবেশে চলছে পাঠদান, বিদ্যালয়ে রয়েছে দুটি ২ তলা ভবন, বিদ্যালয়ে মোট শিক্ষার্থী সংখ্যা ২৮৪ জন,বালক ১৩৬ ও বালিকা ১৪৮ জন,শিক্ষক সংখ্যা ৭জন যার সবই মহিলা শিক্ষক।স্কুলে ছাত্র-
ছাত্রী উপস্থিতির সংখ্যা ইতিবাচক। করোনা টেস্ট করার যন্ত্রসহ রয়েছে স্যানিটাইজার ব্যাবস্থা,একটি আইটি রুম, প্রত্যেকটি শ্রেণী কক্ষের দেয়ালে মনোমুগ্ধকর চিত্র অংকন করা। স্কুলের শিক্ষার্থীরাও বেশ পরিপাটি,আলাদা আলাদা টয়লেটের ব্যাবস্থা, একটি শহিদ মিনার, সব মিলিয়ে বলা যায়, একটি
আদর্শ বিদ্যালয় তবে কিছু সংকট রয়েছে গুরুত্বপূর্ণ এ স্কুলটিতে নেই কোন দপ্তরী,
বিদ্যালয়টিতে নেই কোন বাউন্ডারি ওয়াল,অন্যদিকে সুপেয় পানি ব্যাবস্থার কিছুটা ঘাটতি রয়েছে,বিদ্যালয়ে নেই কোন সততা স্টোর,বাচ্চারা চাইলে কোন কিছু খেতে হলে যেতে হয় বাজারে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনি সাহা বলেন,আমরা সরকারি নির্দেশনা মেনে স্কুল পরিচালনা করি,আমাদের স্কুলের বাচ্চারাও বেশ পরিপাটি রয়েছে,স্কুলের সৌন্দর্য বৃদ্ধি করতে নানা রকমের উদ্যোগ ও নিয়েছি,তবে আমাদের স্কুলে নারী শিক্ষকের পাশাপাশি পুরুষ শিক্ষক থাকলে ভালো
হয়,স্কুলে দপ্তরি না থাকায় চাইলেও অনেক কাজ সম্পন্ন করা সম্ভব হয় না,এছাড়াও আমাদের বিদ্যালয়ের জায়গা সংক্রান্ত একটি মামলা চলমান,এ সমস্যাটি দীর্ঘদিনের আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এ সমস্যার সমাধান চাই। এ ব্যপারে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আঃ
মতিন বলেন,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল মতিন বলেন, করোনাকালিন দুর্যোগ কাটিয়ে এখন আমরা সাবলিলভাবে শিক্ষার্থীদের পাঠদান দিচ্ছি। গতকালকেও ইউএনও মহোদয়কে
নিয়ে দুইটি স্কুল পরিদর্শন করেছি। আমাদের সচিব মহোদয় স্যারও ভিজিট করেছেন এবং নিয়মিত ভিডিও কলের মাধ্যমে ভিজিট করেছেন।