শনিবার, মে ৪, ২০২৪
spot_img
Homeসারাদেশচট্টগ্রামনোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় জাতীয় পার্টি নেতা নিহত

নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় জাতীয় পার্টি নেতা নিহত

মোঃ জাহাঙ্গীর আলম, নোয়াখালী সদর উপজেলায় কালাদরাপ ইউনিয়নের সোনাপুর-আলেকজান্ডার সড়কের নুরু পাটোয়ারীর হাট নামকস্থানে রোববার বিকেলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ব্যবসায়ী মোঃ আবদুল হামিদ (৫২) নামের এক জাতীয় পার্টির নেতা নিহত হয়েছে।

নিহত মোঃ আবদুল হামিদ উপজেলার এওজবালিয়া ইউনিয়নের চাড়াবানু গ্রামের মৃত নুরুল হকের ছেলে এবং জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা শহর মাইজদীর বিশিষ্ট ব্যবসায়ী।

নিহতের চাচাত ভাই সাহাব উদ্দিন জানায়, আগামী শুক্রবার একটি পারিবারিক অনুষ্ঠানের দাওয়াত দেওয়ার জন্য মোটরসাইকেল যোগে নুরুপাটোয়ারীর হাট এলাকায় এক আত্মীয়ের বাড়িতে

যাচ্ছিলেন আবদুল হামিদ। যাত্রা পথে নুরুপাটোয়ারীরহাট এলাকায় পৌঁছালে আবদুল হামিদের মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পড়ে যায়। এসময় গাছের সঙ্গে ধাক্কা লেগে তার

মাথার পিছনের অংশে মারাক্তক আঘাত প্রাপ্ত হয়ে গুরুত্বর আহত হন হামিদ। এসময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক

তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুর খবর দ্রুত চারিদিকে ছড়িয়ে পড়লে জেলা শহর মাইজদী সহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক

মেডিকেল অফিসার (আরএমও) সৈয়দ আনোয়ারুল আজিম জাতীয় পার্টি নেতা আবদুল হামিদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মাথার পিছনের অংশে আঘাত পাওয়ার কারণে অতিরিক্ত রক্ত

ক্ষরণে তার মৃত্যু হয়েছে। সুধারাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আনোয়ারুল ইসলাম দূর্ঘটনার বিষয়টি তিনি শুনেছের বলে নিশ্চিত করে বলেন। এ বিষয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে। পরববর্তীতে আইনগত ব্যবস্বা নেওয়া হবে।

spot_img
এই বিভাগের অনান্য সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

জনপ্রিয় সংবাদ