বশির আলম, আন্দোলনের নামে বিএনপির নৈরাজ্য, পুলিশের ওপর হামলার প্রতিবাদে গাজীপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা হয়েছে।
শনিবার (১০ ডিসেম্বর) দুপুরে গাজীপুর মহানগর বাসন থানা আওয়ামী লীগ ও বিভিন্ন সহযোগী সংগঠনের উদ্যোগে চান্দনা চৌরাস্তায় বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি ঢাকা ময়মনসিংহ মহাসড়কের গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে।
পরে আয়োজিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লা খান, সাবেক সহ-সভাপতি আফজাল হোসেন সরকার রিপন, মজিবুর রহমান, মহানগর যুবলীগ আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেল, বাসন থানা আওয়ামী লীগ সভাপতি প্রফেসর আব্দুল বারী।
এদিকে, ঢাকায় বিএনপির সমাবেশকে ঘিরে গাজীপুরের সড়ক মহাসড়কে কোনরকম অপ্রীতিকর ঘটনা ঠেকাতে সকাল থেকেই মাঠে ছিল আওয়ামীলীগ।
দুপুরে টঙ্গীর হোসেন মার্কেট এলাকা থেকে মহানগর আওয়ামী লীগ নেতা মতিউর রহমান মতির নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের হয়।
মিছিলটি মহাসড়কের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে চেরাগ আলী মার্কেটে এলাকায় গিয়ে শেষ করা হয়।
এসময় প্রতিবাদ সভায় নেতৃবৃন্দ বলেন, বিএনপি কোন ধরনের নৈরাজ্য সৃষ্টি করলে যেকোনো মূল্যে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তা মোকাবেলা করতে প্রস্তুত রয়েছে।
আর সেজন্যই যতক্ষণ পর্যন্ত তাদের আন্দোলন রয়েছে ততক্ষণ মানুষের জানমালের নিরাপত্তায় আওয়ামী লীগ রাজপথে থাকবে।টঙ্গী থেকে বশির আলম