মঙ্গলবার, মে ৭, ২০২৪
spot_img
Homeআইন-অপরাধ৯৯৯ এ ফোন সেনবাগে ১৬ঘন্টার পর অবরুদ্ধ এক শিক্ষককে তালা ভেঙ্গে উদ্ধার...

৯৯৯ এ ফোন সেনবাগে ১৬ঘন্টার পর অবরুদ্ধ এক শিক্ষককে তালা ভেঙ্গে উদ্ধার করল পুলিশ

মোঃ জাহাঙ্গীর আলম, সম্পত্তির বিরোধের জেরে বসতঘরে সৎ ভাইয়ের তালা দেওয়ার ঘটনায় ৯৯৯ এ ফোন করে ১৬ ঘন্টা অবরুদ্ধ থাকার পর শাহাদাত আনোয়ার (৪০) নামের এক স্কুল শিক্ষককে নিজ বসতঘর থেকে তালা ভেঙ্গে উদ্ধার করেছে সেনবাগ থানা পুলিশ।

ওই ঘটনাটি ঘটেছে সোমবার সকাল ১০টার দিকে নোয়াখালীর সেনবাগ উপজেলার ৬নং কাবিলপুর ইউনিয়নের পূর্ব ইয়ারপুর ২নং ওয়ার্ডের পঞ্জায়েত বাড়িতে। শিক্ষক শাহাদাত আনোয়ার ইয়ারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

জানাগেছে, ইয়ারপুর পঞ্জায়েত বাড়ির মৃত একেএম ফজলুল করিমে বড় ছেলে শাহাদাত আনোয়ার ও সৎ মেঝ ছেলে আবদুল্লাহ আল মাসুদ যৌথ ভাবে ৫শতাংশ জমিনের ওপর একটি একতলা বিল্ডিং ঘর নির্মান করে।

এরপর দুই ভাইয়ের মধ্যে বনিবনা না হওয়া ২০২১ সালের ১৯ নভেম্বর স্থানীয় ভাবে শালিশ বৈঠকের মাধ্যমে আবদুল্লাহ আল মাসুদকে ১০ লক্ষ টাকা দিলে যৌথ ভাবে করা বিল্ডিংটি বড় ভাই শাহাতাদকে ছেড়ে দিয়ে সে অন্যত্র বসতঘর নির্মান করে থাকার সিন্ধান্ত হয়।

এরেই আলোকে উভয়ের মধ্যে ষ্টাম্প লিপিবদ্ধ হয়। এরপর আবদুল্লাহ আল মাসুদ স্ত্রী সন্তানদের শ্বশুর বাড়িতে রেখে সে দুবাই চলে যায়। মাসুদ রোববার ১১ ডিসেম্বর দুবাই থেকে দেশে এসে সেনবাগ থানা পুলিশ নিয়ে সন্ধ্যা ৬টার দিকে বড় ভাইয়ের ঘরে ডুকার চেষ্টা চালিয়ে ব্যার্থ হয়।

এ সময় পুলিশ উভয়কে কাগজপত্র নিয়ে থানায় যাবার বলে চলে গেলে। সৎ ভাই দুবাই প্রবাসী আবদুল্লাহ আল মাসুদ সন্ধ্যায় বড়ভাই শাহাদাত আনোয়ারকে পরিবার সহ নিজ ঘরে তালা লাগিয়ে দিয়ে অবরুদ্ধ করে রাখে।

পরে সোমবার সকালে শাহাদাত জরুরী সেবা ৯৯৯ এ কল করলে সেনবাগ থানার এসআই আজমের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স ঘটনাস্থলে এসে কবির বকুল কুঞ্জ নামের বসতঘরের তালা ভেঙ্গে শিক্ষক শাহাদাতকে পরিবার সহ মুক্ত করে।

অবরুদ্ধ শাহাদাত আনোয়ার ইয়ারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

 

spot_img
এই বিভাগের অনান্য সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

জনপ্রিয় সংবাদ