বুধবার, মে ১, ২০২৪
spot_img
Homeজাতীয়'লিটল ফ্রি লাইব্রেরী' প্রত্যন্ত চরের নাগরিকদের জন্য কুড়িগ্রাম পুলিশ সুপারের উদ্ভাবনী প্রয়াস

‘লিটল ফ্রি লাইব্রেরী’ প্রত্যন্ত চরের নাগরিকদের জন্য কুড়িগ্রাম পুলিশ সুপারের উদ্ভাবনী প্রয়াস

‘লিটল ফ্রি লাইব্রেরী’ কুড়িগ্রাম জেলা পুলিশের একটি উদ্ভাবনী প্রয়াস। কুড়িগ্রামের প্রত্যন্ত চরে নাগরিক ও শিক্ষার্থীদের বই পড়ার অদম্য ইচ্ছা যাতে আরো সুপ্রসস্থ হয়, সে লক্ষ্যে প্রথম পর্যায়ে

কুড়িগ্রাম জেলার ৫ টি পয়েন্টে ঢুষমারা থানার অধিক্ষেত্রে ও মোহনগঞ্জের প্রত্যন্ত চরে, চিলমারী রমনা ঘাটে, কুড়িগ্রাম সদরের যাত্রাপুর চরের ঘাটে ও উলিপুরের নামাজের চরে লিটল ফ্রি লাইব্রেরী

স্থাপন করা হয়। সেখানে চর এলাকার সন্মানিত নাগরিক বৃন্দ বই পড়ার পাশাপাশি বই এন্ট্রি করে বাসায় নিয়ে যেতে পারবেন, সে ব্যবস্থাপনা নিশ্চত করবেন সংশ্লিষ্ট চায়ের দোকানদার।

পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম বলেন, ‘ফ্রি লিটল লাইব্রেরী’ এটি আমাদের ধারাবাহিক পুলিশি কার্যক্রমের পাশাপাশি এই প্রয়াস টেকসই নিরাপত্তা, সমাজে সহনশীল শান্তি ও

স্থিতিশীলতাকে সুদূর করতে সহায়ক ভূমিকা পালন করবে। আমরা চাই কুড়িগ্রামের প্রত্যন্ত চরের সন্মানিত নাগরিকবৃন্দ চায়ের দোকানে বসে শুধু আষাঢ়ে গল্প না করে বই পড়ে জানুক মহাকাব্যিক মুক্তিযুদ্ধ, অতুলনীয় নেতৃত্ব ও ভবিষ্যৎমুখী উন্ময়ন প্রচেষ্টা ও কার্যক্রম সমূহ।লিটল ফ্রি লাইব্রেরী তে

প্রাথমিকভাবে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী, হৃদয়ে বঙ্গবন্ধু, সাত বীরশ্রেষ্ঠ সহ ইতিহাস,সমাজ,জীবন নির্ভর ও ভবিষ্যৎ মুখী বই সমূহ স্থান পেয়েছে, যার ভবিষ্যতে কলেরব আরো

বাড়বে। ‘লিটল ফ্রি লাইব্রেরী’ প্রাথমিক পর্যায়ে ৫ টি দিয়ে শুরু হলেও কুড়িগ্রামের যেসব ছোট ছোট চরে লাইব্রেরী ও বইয়ের সীমাবদ্ধতা রয়েছে, সেসব জায়গায় পর্যায়ক্রমে ‘লিটল ফ্রি লাইব্রেরী’ স্থাপন করা হবে।

spot_img
এই বিভাগের অনান্য সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

জনপ্রিয় সংবাদ