কুড়িগ্রামে পুলিশের কম্বল পেয়ে খুশি চরাঞ্চলের ২৫০ জন অসহায় মানুষ। শুক্রবার (১৩ জানুয়ারি) বিকেলে কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলের বিভিন্ন চরের ২৫০ জন শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরন করেছেন পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম।
কম্বল হাতে পেয়ে চর ভগবতিপুরের বৃদ্ধা জৈনাতি বলেন, হামার নেপও নাই, তোষকও নাই’। কম্বল পায়া হামার খুব উপকার হইলো। চর পার্বতীপুরের কৃষক মোহাম্মদ আলী বলেন, এই ঠান্ডার দিনত চরের মদ্দে খুব জার, ঠান্ডাত কাজ কামো নাই, কম্বল কিনবারো পাও না। কেউ চরোত কম্বল
দিবারো আইসে না, এই পরথম মুই কম্বল পানু। খাশেরচরের বিধবা নুরনাহার কম্বল নিতে এসে বলেন, এই ঠান্ডাত ছইল পইল নিয়া কষ্ট করোছি, কম্বল পায়া মুই অনেক খুশি। যমুনা ব্যাংক থেকে প্রাপ্ত ২৫০ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল
ইসলাম বলেন, জেলা পুলিশ সবসময় কুড়িগ্রামের সন্মানিত নাগরিকদের বিশেষ করে প্রত্যন্ত চরের পিছিয়ে পড়া নাগরিকদের শীতের উষ্ণ কম্বল বিতরন করার মাধ্যমে তাদের শীত কিছুটা নিবারনের
আপ্রাণ প্রচেষ্টা অব্যহত রেখেছে। এ সময় উপস্থিত ছিলেন- কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) খান মোঃ শাহরিয়ার, টিআই (প্রশাসন) মোঃ মোস্তাফিজুর রহমান, পুলিশ পরিদর্শক(তদন্ত) মোঃ আবু সাইদ, যাত্রাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল গফুর প্রমুখ।