বশির আলম গাজীপুরের টঙ্গীতে অন্যান্য প্রতিষ্ঠানের ন্যায় যথাযোগ্য মর্যাদায় স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজে অমর একুশে ফেব্রুয়ারী মহান
শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৩ পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকালে কলেজের মাঠে অধ্যক্ষ মোঃ ওয়াদুদুর রহমানের সভাপতিত্বে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকদের
সমন্বয়ে প্রভাত ফেরি, শহীদ মিনারের বেদিতে পুষ্প অর্পনের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, পরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে
বক্তব্য রাখেন গাজীপুর মহানগর আওয়ামীলীগের সভাপতি ও শিক্ষাপ্রতিষ্ঠানটির গভর্নিং বডির সভাপতি এড. আজমত উল্লা খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর আওয়ামীলীগের সহ-
সভাপতি আলহাজ্ব ওসমান আলী, বিদ্যালয়ের সহকারী প্রধান মজিবুর রহমান ও সহকারী প্রধান জাহান আরা বেগম, ভোকেশনাল ইনচার্জ হাবিববুর রহমান, স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের
আহবায়ক আলহাজ্ব আব্দুল বাসেদ খান, যুগ্ম আহবায়ক মূকুল সরকার, আলহাজ্ব আফিল উদ্দিন, সদস্য সচিব আজাহারুল ইসলাম ব্যাপারীসহ প্রমুখ। এসময় সিনিয়র শিক্ষক সুরুজ্জামান সরকার,
আবু বক্কর সিদ্দিক, চৌধুরী আশরাফ হোসেন, গোলাজার হোসেন, আশরাফ আলী, শ্রী রতন কুমার ঘোষ, প্রভাষক মহসিন মিয়া, জান্নাতুল ফেরদৌস, রীনা রানী গাঙ্গুলীসহ শিক্ষক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।