বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
spot_img
Homeজাতীয়যুব দিবস ২০২১ উদ্বোধনী অনুষ্ঠানে রাষ্ট্রপতি আব্দুল হামিদ যুব সমাজকে বঙ্গবন্ধু শেখ...

যুব দিবস ২০২১ উদ্বোধনী অনুষ্ঠানে রাষ্ট্রপতি আব্দুল হামিদ যুব সমাজকে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের অসমাপ্ত কাজ করার উদাত্ত আহবান জানান

বশির আলম, টঙ্গী দক্ষ যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ। যুব দিবস ২০২১ এই প্রতিপাদ্যকে সামনে রেখে গত পহেলা নভেম্বর ঢাকা ওসমানী সৃতি মিলানায়তনে যুব দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ

সরকারের মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ অনুষ্ঠানে বঙ্গভবন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে বলেন, কিশোর গ্যাংসহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে দৃঢ় পদক্ষেপ নিতে দেশের যুবসমাজের প্রতি আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, আজকাল প্রায় গণমাধ্যমে কিশোর গ্যাংসহ বিভিন্ন অপরাধের খবর প্রচার হয়। এতে অনেক যুবকের ভবিষ্যৎ নষ্ট হওয়ার পাশাপাশি সমাজে এর বিরূপ প্রভাব পড়ছে। এ ব্যাপারে দৃঢ় পদক্ষেপ নিতে হবে যুবসমাজকে।

এসময় যুবকদের উদ্দেশে রাষ্ট্রপতি বলেন, শুধু নিজে ভালো থাকলে চলবে না, অন্যরাও যাতে ভালো থাকে সে চেষ্টাও করতে হবে।

দেশের যুবসমাজকে অতি সম্ভাবনাময় উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, ২০৪১ সালে দেশকে সুখী-সমৃদ্ধ দেশে উন্নতি করতে যুবসমাজকে অগ্রসৈনিক হিসেবে ভূমিকা পালন করতে হবে। রাষ্ট্রপতি যুবসমাজকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর

রহমানের অসমাপ্ত কাজ সমাপ্ত করার কাজে আত্মনিয়োগের উদাত্ত আহ্বান জানান। তিনি বলেন, সব কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ, কর্মসম্পাদনে তথ্যপ্রযুক্তির ব্যবহার এবং সরকারি-বেসরকারি সুযোগকে সঠিকভাবে

কাজে লাগিয়ে যুব উন্নয়ন কার্যক্রমকে এগিয়ে নিয়ে যেতে হবে। দেশের স্বাধীনতার সংগ্রাম থেকে শুরু করে বিভিন্ন ক্রান্তিলগ্নে, এমনকি করোনায় যুবসমাজের কার্যক্রমের প্রশংসা করেন। জাতির প্রতিটি ক্রান্তিলগ্নে যুবসমাজ গুরুত্বপূর্ণ

ভূমিকা রেখেছে। যুবকদের উৎসাহ-উদ্দীপনা ও সাহসিকতা আমাদের ভবিষ্যতের স্বপ্ন দেখায়। আমার বিশ্বাস সমাজে ইতিবাচক পরিবর্তন আনার ক্ষেত্রে তাদের ধ্যান-ধারণা ও আগ্রহ অন্যদেরকেও শক্তি যোগাবে।

ছেলেমেয়েরা লেখাপড়ার পাশাপাশি যাতে কোনো অপরাধমূলক কর্মকান্ডে জড়াতে না পারে সেদিকে অভিভাবকদের খেয়াল রাখার উপদেশ দেন।

অনুষ্ঠানে যুব ও ক্রীড়া মন্ত্রাণালয়ের প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল এমপি সভাপতিত্ত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রাণালয়ের সিনিয়র সচিব মোঃ আখতার হোসেন, যুব উন্নয়ন

অধিদপ্তরের মহাপরিচালক মোঃ আজহারুল ইসলাম খাঁন। জাতীয় যুব দিবস ২০২১ অনুষ্ঠানে বাংলাদেশের যুব সংগঠক সামাজিক সেবামূলক খেলাধুলাসহ বিভিন্ন খাতে বাছাই করা সেরা অবদানের জন্য ২৭টি সেবামূলক যুব সংগঠকের

সভাপতি / সাধারন সম্পাদক একজন করে জাতীয় যুব পুরস্কার ভূষিত করা হয়। এসময় দেশ সেরা গাজীপুরের নওগাঁও ক্রীড়া সমাজকল্যান চক্র এর সাধারন সম্পাদক সোহেল রানা দ্বিতীয় পুরষ্কারে ভূষিত হওয়ায় গাজীপুরের বিভিন্ন যুব সংগঠনের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানানো হয়।

 

spot_img
এই বিভাগের অনান্য সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

জনপ্রিয় সংবাদ