শনিবার, মে ১৮, ২০২৪
spot_img
Homeআন্তর্জাতিকরুশ হামলার পর ফের চালু ইউক্রেনের ওডেসা বন্দর

রুশ হামলার পর ফের চালু ইউক্রেনের ওডেসা বন্দর

কৃষ্ণসাগরে ইউক্রেনের ওডেসা বন্দরের পণ্য পরিবহনের কাজ আবারও শুরু হয়েছে। অভিযোগ ছিল ওই এলাকার বিদ্যুৎখাত লক্ষ্য করে হামলা চালিয়েছিল রাশিয়া।

শনিবারের হামলার পর থেকে ওই বন্দরের কার্যক্রম বন্ধ রাখা হয়েছিল। এই হামলা ফলে ১৫ লাখ মানুষকে বিদ্যুৎ ছাড়াই থাকতে হয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, ওই এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে কয়েকদিন লেগে যাবে। ধারণা করা হচ্ছে, চলতি সপ্তাহেই হীমাঙ্কের নীচে চলে যাবে স্থানীয় তাপমাত্রা।
জাতিসংঘের মধ্যস্থতায় করা চুক্তির আওতায় ওডেসার তিনটি বন্দর দিয়ে শস্য বিদেশে পাঠাচ্ছে ইউক্রেন।

ইউক্রেনের সামরিক বাহিনী জানিয়েছে, ওডেসা এলাকা লক্ষ্য করে ইরানি ড্রোন দিয়ে অন্তত ১৫টি হামলা চালিয়েছে রাশিয়া। যার ১০টি তারা ধ্বংস করতে পেরেছে।

সূত্র: বিবিসি

spot_img
এই বিভাগের অনান্য সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

জনপ্রিয় সংবাদ