রবিবার, নভেম্বর ২৪, ২০২৪
spot_img
Homeক্যাম্পাসশেরপুরে উত্তরা ব্যাংকের উদ্যোগে শিক্ষারথীদের জন্য স্কুল ব্যাংকিং বিষয়ক আলোচনা সভা।

শেরপুরে উত্তরা ব্যাংকের উদ্যোগে শিক্ষারথীদের জন্য স্কুল ব্যাংকিং বিষয়ক আলোচনা সভা।

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুরে শিক্ষারথীদের জন্য স্কুল ব্যাংকিং বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।আরথিক সাক্ষরতা করমসূচির আওতায় শনিবার দুপুরে উত্তরা ব্যাংক পিএলসি, শেরপুর শাখার আয়োজনে শহরের অষ্টমীতলা

এলাকার শেরপুর মেমোরিয়াল হাইস্কুলে এই সভা অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের শেরপুর শাখার ব্যবস্থাপক মোহাম্মদ আরিফ মৃধা।সভায় সভাপতিত্ব করেন শেরপুর মেমোরিয়াল হাইস্কুলের প্রধান শিক্ষক মো.

জাহাঙ্গীর আলম।সভায় শিক্ষারথীদের জন্য ব্যাংকিং বা স্কুল ব্যাংকিং বিষয়ে বিস্তারিত তথ্য উল্লেখ করে বক্তব্য দেন ব্যাংকের জ্যেষ্ঠ করমকরতা মো. মেহেদী হাসান।সভায় প্রধান অতিথি ব্যাংকের ব্যবস্থাপক মোহাম্মদ আরিফ মৃধা বলেন,

বাংলাদেশ সরকারের রূপকল্প ২০৪১ বাস্তবায়ন ও ২০৩০ সালের মধ্যে জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন এবং জাতীয় আরথিক অন্তর্ভুক্তি কৌশল বাস্তবায়নে সবার জন্য আরথিক অন্তর্ভুক্তি নিশ্চিতকরণে আপামর

জনগোষ্ঠির মধ্যে আরথিক সাক্ষরতা বিস্তার অপরিহার্য। এ লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের নিরদেশনা অনুযায়ী উত্তরা ব্যাংক, শেরপুর শাখা স্কুল শিক্ষারথীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য আরথিক সাক্ষরতা করমসূচি পালন করছে। এর অংশ

হিসেবে স্কুল শিক্ষারথীদের ব্যাংকিং বা স্কুল ব্যাংকিং বিষয়ে সম্যক ধারণা দেওয়া হচ্ছে।আলোচনা সভায় শেরপুর মেমোরিয়াল হাইস্কুলের বিভিন্ন শ্রেণির ৫০ জন মেধাবী শিক্ষারথী অংশ নেয়।

পরে ব্যাংকের পক্ষ থেকে স্কুল ব্যাংকিং কারযক্রমের আওতায় কোনো টাকা ছাড়াই তাদের নামে হিসাব খুলে দেওয়া হয়। সেইসঙ্গে তাদের বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করা হয়।এখন থেকে ওই শিক্ষারথীরা উত্তরা ব্যাংক, শেরপুর শাখায় আরথিক লেনদেন করতে পারবে।

spot_img
এই বিভাগের অনান্য সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

জনপ্রিয় সংবাদ