মোহাম্মদ দুদু মল্লিক শেরপুর ব্যুরো। শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় স্বেচ্ছাসেবী সংগঠন প্রশাখা’র আয়োজনে শীতার্তদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
১৯ জানুয়ারি শুক্রবার বিকেলে ঝিনাইগাতী খাদ্য ব্যবসায়ী ও মিল মালিক সমিতির হল রুমে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।সংগঠনের সভাপতি হাফিজুর রহমান হাফিজের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ কাজল
মিয়ার সঞ্চালনায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন, সংগঠনের প্রতিষ্ঠাতা ও স্থায়ী কমিটির সদস্য এবং পাথরঘাটা উপজেলা নির্বাহী অফিসার মোঃ রোকনুজ্জামান
খান। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ডাঃ সেরাজুল হক টেকনিক্যাল অ্যান্ড কৃষি ডিপ্লোমা ইনস্টিটিউটের প্রভাষক, প্রশাখার উপদেষ্টা মোঃ রফিকুল ইসলাম, শালচুড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক,
প্রশাখার উপদেষ্টা হারুন উর রশিদ, ঝিনাইগাতী সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক প্রশাখার উপদেষ্টা রোস্তম আলী। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,প্রশাখা’র প্রতিষ্ঠাতা সভাপতি
সিদ্দিকুর রহমান সোহেল, প্রশাখার সদস্য ও বকশিগঞ্জ উপজেলা সহকারী সমাজসেবা অফিসার হাফেজ উদ্দিন আহমেদ হিমু, বিশিষ্ট ব্যবসায়ী ইমরান পাঠান শাহীনসহ প্রশাখার অন্যান্য সদস্যরা। ওইসময় উপজেলার বিভিন্ন
গ্রামের শতাধীক অসহায় ও দরিদ্র মানুষের মধ্যে এ কম্বল বিতরণ করা হয়। সমাজসেবা অধিদপ্তর কর্তৃক নিবন্ধিত এ সংগঠনটি,২০০৬ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই ঝিনাইগাতী উপজেলায় রক্তের গ্রুপ নির্ণয় ও
রক্তদান, বিতর্ক ও সাধারণ জ্ঞান প্রতিযোগিতা, গনিত উৎসব, বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, শিক্ষার্থীদের নিয়মিত ক্লাস মূখী করতে শতভাগ উপস্থিতি পুরস্কারসহ বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগ এবং রোগ সম্পর্কে সচেতনতামূলক কার্যক্রম বিষয়ে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।