মোহাম্মদ দুদু মল্লিক শেরপুর প্রতিনিধি। শেরপুরের ঝিনাইগাতীতে নিজের জমিতে চাষাবাদে বাধা দেওয়ায় জমির মালিক প্রতিবন্ধী এক কৃষকের হার্ট স্ট্রোকে মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।
গত ২৮ জানুয়ারি রবিবার বিকেলে উপজেলার কাংশা ইউনিয়নের বিষ্ণপুর গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনা সূত্রে জানা যায়,একই গ্রামের মৃত আমজাদ আলীর পুত্র আব্দুল করিম ও তার ছেলে আব্দুর কাদির ওই জমির
মালিককে গত ১ মাস যাবৎ চাষাবাদে বাধা দিয়ে আসছে। ঘটনার দিন প্রতিবন্ধী কৃষক আব্দুল হালিম দুপুরে তার জমির আল বাতর ছাঁটতে গেলে আবারও আব্দুল করিম ও আব্দুল কাদির বাধা দেয় এবং ডেগার দেখিয়ে মেরে
ফেলার হুমকি দেয়। প্রতিবন্ধী কৃষক আব্দুল হালিম বাড়িতে এসে সন্ধ্যার আগ মুহূর্তে হার্ট স্ট্রোকে মারা যায়। বেশ কিছুদিন যাবৎ আব্দুল করিম হুমকি দিয়ে আসছে বলে আব্দুল হালিমের স্ত্রী মনোয়ারা বেগম গত ২২
জানুয়ারি ঝিনাইগাতী থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগটি থানা কর্তৃপক্ষ আমলে নেয়নি বলেও অভিযোগ করেন। এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করেছেন মৃত আব্দুল হালিমের স্ত্রী মনোয়ারা বেগম।