বশিরআলম,ইজতেমা সার্বিক নিরাপত্তা বিষয়ে জোরদার করতে মঙ্গলবার বিকেলে বাংলাদেশ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১ এর সিইও মোস্তাক আহমেদ ইজতেমা ময়দান পরিদর্শন করেন।
এ সময় তিনি ইজতেমায় আগত মুসল্লিদের সাথে কথা বলেন এবং কোন প্রকার সমস্যা আছে কিনা সে বিষয়ে খোঁজখবর নেন। এ সময় তার সাথে ছিলেন র্যাবের বিভিন্ন কর্মকর্তা এবং র্যাব সদস্যরা।
পরবর্তীতে তিনি সাংবাদিকদের বলেন, সরকারি আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র্যাবের সদস্যরা নিরাপত্তা প্রদানের জন্য ইজতেমা ময়দানে থাকবেন।
তিনি আরো বলেন বিশ্ব ইজতেমা উপলক্ষে র্যাবের নিরাপত্তা স্তরকে ২ টি সেক্টরে ভাগ করা হয়েছে এবং প্রতিটি সেক্টরকে আবার কয়েকটি করে সাব ইউনিটে ভাগ করা হয়েছে যাতে করে নিরাপত্তা ভালোভাবে জোরদার করা
সম্ভব হয়। এছাড়াও র্যাবের পক্ষ থেকে হেলিকপ্টার টহল সহ কয়েক স্তরে নিরাপত্তা প্রদান করা হবে।এবারের ইজতেমা অনেক শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে।